করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে কি গাঁটছড়া বাঁধছে না দক্ষিণের অন্যতম বড় প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন?
ওয়াল্ট ডিজনি ফক্স স্টার স্টুডিয়োকে কিনে নেওয়ায় করণ জোহরের সঙ্গে গাঁটছড়ার গিঁট খুলে ফেলতে হয় ফক্স স্টুডিয়োকে। ঠিক এই সময়ে লাইকা গাঁটছড়া বাঁধার প্রস্তাব দিলে লুফে নেন করণ। কিন্তু শেষ রক্ষে হল না।

আগের বছর অক্টোবর মাসে দক্ষিণের অন্যতম বড়ড প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশন ঘোষণা করেছিল তারা খুব শীঘ্রই বলিউডে হিন্দি ছবি প্রযোজনা করবে। এর কয়েক মাস পরেই ডিসেম্বরে শোনা যায় করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে গাঁটছড়া বাঁধছে লাইকা প্রোডাকশন। দেশের অন্যতম দুই বড় প্রযোজনা সংস্থা একসঙ্গে জুটি বেঁধে বলিউডে হিন্দি ছবি করবে। রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘2.0’ছবিটি তারা একসঙ্গে গাঁটছড়া বেঁধে বানিয়েওছিল। বলিউডে এই ছবি রিলিজের দায়িত্ব নিয়েছিল ধর্মা প্রোডাকশন। এরপরেই এই গাঁটছড়া বাঁধার খবর আরও দৃঢ় হয়। কিন্তু এখন শোনা যাচ্ছে লাইকা প্রোডাকশন গাঁটছড়া বাঁধছে না ধর্মা প্রোডাকশনের সঙ্গে। কিন্তু কী এমন হল?
View this post on Instagram
এতদিন করণ জোহর ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে গাঁটছড়া বেঁধে সমস্ত ছবি প্রযোজনা এবং রিলিজ করে আসছিল। ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে করণ জোহরের সম্পর্ক বেশ ভালই। কিন্তু ওয়াল্ট ডিজনি ফক্স স্টার স্টুডিয়োকে কিনে নেওয়ায় করণ জোহরের সঙ্গে গাঁটছড়ার গিঁট খুলে ফেলতে হয় ফক্স স্টুডিয়োকে। ‘ব্রহ্মাস্ত্র’-ই এই জুটির শেষ ছবি। এরপর ফক্স আর কোনও ছবি ভারতে বানাবে না। ঠিক এই সময়ে লাইকা গাঁটছড়া বাঁধার প্রস্তাব দিলে লুফে নেন করণ। কিন্তু শেষ রক্ষে হল না। লাইকা গাঁটছড়া বাঁধছে না ধর্মার সঙ্গে। তবে কেন বাঁধছে না তা নিয়ে কোনও পক্ষই একটাও কথা বলেনি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন লাইকার উচ্চপদস্থ অফিসাররাই এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার অজয়, স্বাধীনতা দিবসে শুরু হবে যুদ্ধ
মাঝে শোনা গিয়েছিল ধর্মা প্রোডাকশনের ৩০ শতাংশ শেয়ার গৌতম আদানির গ্রুপকে বেচে দেবেন বলে ঠিক করেছিলেন করণ। কিন্তু টাকার রফা মনের মত হয়নি বলে আপাতত এই চিন্তা-ভাবনা থেকে সরে এসেছেন করণ। ধর্মার ব্যানারে এখন পর পর ছবি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এরকম ভাবার কারণ নেই যে করণ জোহর সমস্যায় পড়েছেন। তিনি দেশের অন্যতম একজন বড় পরিচালক। খুব শীঘ্রই তিনি একজন স্টুডিয়ো পার্টনার পেয়ে যাবেন।





