Alia Bhatt on Pregnancy: মেয়েকে কেন্দ্র করে ‘অপরাধবোধ’ ক্রমেই বাড়ছে আলিয়ার, নিয়মিত থেরাপিও নিতে যাচ্ছেন রাহার মা
Actress Alia Bhatt: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, এ নিয়ে কম কটূক্তি, আলোচনার মুখে পড়তে হয়নি আলিয়াকে। দেখতে-দেখতে বিয়ের বছরও ঘুরেছে। আলিয়া এখন রাহার মা। কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন এই মুহূর্তে। বলিউডের পাশাপাশি পারি জমিয়েছেন হলিউডেও। সন্তানকে লোকচক্ষুর আড়ালেই বড় করতে চান রণবীর-আলিয়া। তাই প্রচারের আলো থেকে দূরেই রাখেন ছোট্ট রাহাকে।

মাত্র ২৯ বছর বয়সেই মা হয়েছেন আলিয়া ভাট। কেরিয়ার আর সংসার, দুই-ই সমানতালে সামলানোর চেষ্টা করছেন রাহার মা। তবে মায়ের ভূমিকায় তিনি কতটা সফল, তা প্রতিনিয়ত ভাবায় আলিয়াকে। ধীরে-ধীরে অপরাধবোধ গ্রাস করছে তাঁকে। নেপথ্যের কারণ কী?
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, এ নিয়ে কম কটূক্তি, আলোচনার মুখে পড়তে হয়নি আলিয়াকে। দেখতে-দেখতে বিয়ের বছরও ঘুরেছে। আলিয়া এখন রাহার মা। কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন এই মুহূর্তে। বলিউডের পাশাপাশি পাড়ি জমিয়েছেন হলিউডেও। সন্তানকে লোকচক্ষুর আড়ালেই বড় করতে চান রণবীর-আলিয়া। তাই প্রচারের আলো থেকে দূরে রাখেন ছোট্ট রাহাকে। মেয়েকে সামলানোর পাশাপাশি পেশাদারের দায়িত্ব পূরণের ভাবনা প্রায়শই উদ্বিগ্ন করে তোলে আলিয়াকে। এর জন্য নিয়মিত থেরাপিও নিতে হচ্ছে অভিনেত্রীকে, এমনটাই জানিয়েছেন তিনি। শুধু তাই-ই নয়, মানুষ তাঁকে নিয়ে কী ভাবছে, তা নিয়েও যথেষ্ট চিন্তিত আলিয়া।
সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, “একটা অপরাধবোধ কাজ করে আমার মধ্যে। যার পরিমাণটা নেহাত কম নয়। আমি অনেক সময়ই চিন্তিত হয়ে পড়ি। আমি কি ঠিক করছি আমার সন্তানের সঙ্গে? আর আমার কেরিয়ারটাও ঠিকঠাকভাবে চালাতে পারছি কি? মেয়েদের উপর বিরাট চাপ থাকে দু’টো দিকই দক্ষ হাতে সামলানোর… মানে পুরনো যেসব ধ্যানধারণা রয়েছে যে, মা হওয়ার পর তোমাকে নিজের কেরিয়ার বিসর্জন দিতে হবে, নইলে তুমি আদর্শ মা নও।” আলিয়ার উপলব্ধি, “আসলে নতুন মায়েদের সময় দেওয়া উচিত জীবনের সাম্প্রকিততম শুরুটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। প্রত্যেক ইন্ডাস্ট্রির উচিত তাঁকে সেই সময়টা দেওয়া। তাঁদের ছেঁটে ফেলাটা কখনওই উচিত নয়।” ‘গাঙ্গুবাই’-এর কাছে জানতে চাওয়া হয় সুপারস্টার হওয়ার পর কি খুব সহজ দু’টোকে একসঙ্গে সামাল দেওয়া? উত্তরে আলিয়া বলেন, “অবশ্যই। কিন্তু আমি সবসময় ভাবি লোকে আমাকে নিয়ে কী বলছে! তাঁরা কি সত্যিই ভাবে যে আমি দু’টো ভালোভাবে ম্যানেজ করতে পারছি, নাকি শুধু আমাকে খুশি করতেই বলে চলেছে যে আমি দু’দিক সামলাতে পারছি ঠিকমতো। হয়তো আমি নিজেকে জাজ করতে চাইছি না, তবুও এই আত্মসমালোচনাগুলো করা উচিত।”
নিজের মানসিক স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন থাকেন আলিয়া। প্রতি সপ্তাহে নিয়ম করে মনোবিদের কাছে থেরাপি নিতে হাজির হন। থেরাপি নিয়ে উপকার পাচ্ছেন, নিজের মুখেই জানিয়েছেন সে কথাও। প্রসঙ্গত, আলিয়ার নিজের দিদি শাহিন অবসাদের শিকার হন ১২ বছর বয়সে। ২০ বছরেরও বেশি সময় ধরে ডিপ্রেশনে ছিলেন শাহিন। এ দিকে, রাহার মা আলিয়া প্রতিদিন একটু-একটু করে শিখছেন, মাতৃত্বের বিষয়টা একবারে শেখা যায় না। এটা একটা নিয়ত পরিবর্তনশীল প্রক্রিয়া। যা ঠেকে ও থেকে শিখতে হয়। প্রতিদিন ভাঙতে হবে, প্রতিদিন নিজেকে নতুন করে গড়তে হবে। এটাই মাতৃত্বের চ্যালেঞ্জ। আলিয়াকে শেষ দেখা গিয়েছিল সুপারহিট ছবি ‘ব্রহ্মাস্ত্র’য়। বলিউডে আলিয়ার আগামী রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। পাশাপাশি শীঘ্রই হলিউডে অভিষেক হবে আলিয়ার। নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর ছবি ‘হার্ট অফ স্টোন’।





