Abhishek Bachchan: অভিষেককে আচমকাই চড় মহিলার, কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে? 

Abhishek Bachchan: অভিনেতা হওয়ার কি কম ঝক্কি? কত কী যে শুনতে হয় নায়ক-নায়িকাদের। পড়তে হয় অনভিপ্রেত ঘটনার মধ্যেও।

Abhishek Bachchan: অভিষেককে আচমকাই চড় মহিলার, কী অভিযোগ অভিনেতার বিরুদ্ধে? 
অভিষেক বচ্চন।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 9:14 AM

অভিনেতা হওয়ার কি কম ঝক্কি? কত কী যে শুনতে হয় নায়ক-নায়িকাদের। পড়তে হয় অনভিপ্রেত ঘটনার মধ্যেও। ঠিক যেমন পড়তে হয়েছিল অভিষেক বচ্চনকেও। এক মহিলার  হাতে খেতে হয়েছিল চড়। কী ঘটেছিল সেদিন? কেনই বা অভিষেককে চড় মারেন ওই মহিলা? সময়টা ২০০০ সালের কাছাকাছি। যখন বলিউডে নিজের জমি শক্ত করার জন্য মরিয়া অভিষেক। কিন্তু কোথায় কী? একের পর এক ছবি ফ্লপ হচ্ছে তাঁর। সে সময় তাঁর এক ছবি মুক্তি পায় যার নাম ‘শারারাত’। অভিষেক জানান, এক মহিলা সিনেমা হল থেকে বেরিয়ে আচমকাই সামনে উপস্থিত অভিষেকের গালে চড় কষিয়ে দেন। তাঁর যুক্তি ছিল বাবা মায়ের নাম ডোবাচ্ছেন ছোটে বচ্চন।

তিনি বলেন, “তুমি এক কাজ কর অভিনয়টাই ছেড়ে দাও। এভাবে পরিবারের নাম ডুবিও না। শুধুশুধু তা খারাপ হচ্ছে।” মুখের উপর এ হেন সমালোচনা শুনে, চড় খেয়ে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন অমিতাভ। তবে অভিনয় তিনি মোটেও ছেড়ে দেননি। বরং একের পর এক ভাল ভাল ছবি উপহার দিয়েছেন সকলকে। বাবা-মা দু’জনেই সেলেব, বাবা সুপারস্টার। তাই আজীবন অমিতাভ বচ্চনের সঙ্গে চলেছে তুলনা। এখানেই শেষ নয়, বাবার নিরিখে সাফল্য না মেলায় শুনতে হয়েছে নানা কটু কথাও। তবু এগিয়ে গিয়েছেন অভিষেক। পেয়েছেন সাফল্য। ওটিটিতেও কাজ করছেন সমানতালে। এখানেই শেষ নয়, তাঁকে দেখা যাবে আর বাল্কির ‘ঘুমর’ ছবিতেও। সব মিলিয়ে এই মুহূর্তে বেজায় ব্যস্ত তিনি।