Happy Birthday Abhishek Bachchan: শুটিং সেট থেকে জিনিস চুরি বা মহিলার হাতে সপাটে চড়, বিতর্কের কেন্দ্রে যখন জুনিয়র বচ্চন
Controversy: সত্যি কতটা অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পারছেন? তবে উত্তর যাই হোক না কেন অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনায় তাঁকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে একাধিকবার।
জুনিয়ার বচ্চনের জন্মদিন বলে কথা। সোশ্যাল মিডিয়ায় মধ্যেরাত থেকে চলছে সেলিব্রেশন। বচ্চন পরিবারের রাজপুত্র তিনি। তবে সিনেপাড়ায় কি সত্যি সেই সম্মানটা পেলেন তিনি? বারে বারে অভিষেক বচ্চন নিজেই প্রশ্ন তুলেছিলেন। জানতে চেয়েছিলেন তিনি সত্যি কতটা অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পারছেন? তবে উত্তর যাই হোক না কেন অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনায় তাঁকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে একাধিকবার। খেতে হয়েছে প্রকাশ্যে চড়ও। একবার প্রকাশ্যে অভিষেক বচ্চনের গালে চড় মেরে বসেন এক অজ্ঞাত পরিচয়ের মহিলা। যাঁর মন্তব্য ছিল, খারাপ অভিনয় করে বাবার নাম নষ্ট করছেন অভিষেক বচ্চন। সেই কারণেই তিনি তাঁকে শাস্তি দেন।
আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় কেস তো বনতা হ্যায়-র প্রোমো। যেখানে সঞ্চালক রীতেশের অতিথি হয়ে উপস্থিত হতে হয় অভিষেক বচ্চনকে। সেখানেই অতীত টেনে ভাইরাল জুনিয়র বচ্চন। গুরু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। এই জুটির তখনও বিয়ে হয়নি। গুরুর সেটে প্রেমপর্ব তুঙ্গে। মাঝে মধ্যেই সেটে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। একবার গুজব ছড়িয়েছিল অন্দরমহলে, অভিষেক বচ্চন নাকি প্রপ চুরি করে গুরুর সেট থেকে।
যার উত্তরে অভিষেক বচ্চন জানিয়ে দেন, তিনি সেট থেকে হিরোইন চুরি করতেন। তারপর থেকেই তাঁদের সম্পর্কের জল্পনা প্রকাশ্যে আসে। বিদেশে গিয়ে ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিষেক বচ্চন। যাতে সম্মতি জানিয়েছিলেন ঐশ্বর্য। তারপরই বাজে বিয়ের সানাই। বলিউডের অন্যতম এই জুটির সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা বর্তমান। কখনও উঠে আসে সম্পর্কের ভাঙনের খবর। কখনও আবার সামনে উঠে আসতে দেখা যায় রোম্যান্সের রসায়ন।
যদিও বর্তমানে এই জুটি দিব্যি সংসার করছে, তবে কোথাও গিয়ে যেন তাঁদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণও বারে বারে প্রশ্নের মুখে পড়েছে অতীতে। ফলে অভিষেক বচ্চনের কেরিয়ার হোক বা ব্যক্তিজীবন, তা নিয়ে নেটপাড়ায় ময়নাতদন্তের বিরাম বিশ্রাম নেই।