Shahrukh Khan: শাহরুখের অস্কার পাওয়া উচিত ছিল, কে বলেছিলেন কিং খানকে?
Paolo Coelho: ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত 'মাই নেম ইজ় খান' ছবিতে কিং খানের ভূমিকা। বিষয়টি মুগ্ধ করেছে পাওলোকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মত প্রকাশ করেছেন তিনি এবং জানিয়েছেন 'মাই নেম ইজ় খান'-এর জন্য শাহরুখের অস্কার পাওয়া উচিত ছিল।
শাহরুখ খান এখন খবরের শিরোনামে। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতিক্ষিত ছবি ‘পাঠান’। সেই ছবিতে সন্ত্রাসবাদ দমন করতে দেখা গিয়েছে কিং খানকে। রোম্যান্সের ঢাল নিয়ে অ্যাকশন করেছেন শাহ। তাই তাঁকে নিয়ে এখন উচ্ছ্বাস সর্বত্র। এরই মাঝে একটি খবর ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শাহরুখ খানের হয়ে গলা ফাটিয়েছেন ব্রাজ়িলের লেখক পাওলো কোয়েলহো। একদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের সন্ত্রাসদমনকারী চরিত্র। অন্যদিকে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই নেম ইজ় খান’ ছবিতে কিং খানের ভূমিকা। বিষয়টি মুগ্ধ করেছে পাওলোকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের মত প্রকাশ করেছেন তিনি এবং জানিয়েছেন ‘মাই নেম ইজ় খান’-এর জন্য শাহরুখের অস্কার পাওয়া উচিত ছিল।
২০১০ সালে মুক্তি পায় করণ জোহর পরিচালিত ছবি ‘মাই নেম ইজ় খান’। ১৩ বছর হয়ে গিয়েছে ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে মানসিকভাবে একটু অন্যরকম এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। সে বারবারই বলত, ‘মাই নেম ইজ় খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’।
এই বিষয়টিই অভিভূত করেছিল লেখক পাওলোকে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “মাই নেম ইজ় খান’ দেখার পর শাহরুখ খান সম্পর্কে জানতে পেরেছি। আমার মনে হয়েছে এই ছবিটি প্রত্যেক স্কুলে দেখানো উচিত। আমার এও মনে হয় ‘মাই নেম ইজ় খান’-এর জন্য অস্কার পাওয়া উচিত শাহরুখ খানের।”