২২ বছর পর অজয় দেবগণ আবার বনসালীর ছবিতে
সূত্রের খবর, ছবিতে রিয়েল লাইফ ডনের চরিত্রে অভিনয় করবেন অজয়। কোভিড প্যান্ডেমিকের কারণে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। এ বছর শুরুতে চালু হয় শুটিং। ছবিতে আলিয়া ভাট মুম্বইয়ের এক পতিতালয়ের ‘কর্ত্রী’।
‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে শেষ কাজ করছিলেন ওঁর দু’জন। মানে পরিচালক সঞ্জয় লীলা বনসালী এবং অজয় দেবগণ। পরে সঞ্জয়ের ‘বাজিরাও মস্তানি’ করার সময় অবশ্য কথাও হয়, ঠিক হয় অজয় অবিনয় করবেন। কিন্তু শেষমেশ তা আর হয়ে ওঠেনি। ‘তানহাজি’র শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অজয়।
আরও পড়ুন এক বছরে আটটি ছবির শুটিং করছেন ইয়ামি গৌতম! কী বলেছেন অভিনেত্রী?
তবে এতগুলো বছর পরে আবার একসঙ্গে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-তে কাজ করতে চলেছেন পরিচালক-অভিনেতা। পরিচালকের অনুরোধ ফেলতে পারেননি অজয়। এক ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয়কে।
View this post on Instagram
সূত্রের খবর, ছবিতে রিয়েল লাইফ ডনের চরিত্রে অভিনয় করবেন অজয়। কোভিড প্যান্ডেমিকের কারণে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। এ বছর শুরুতে চালু হয় শুটিং। ছবিতে আলিয়া ভাট মুম্বইয়ের এক পতিতালয়ের ‘কর্ত্রী’।
View this post on Instagram
২০১৯-এর নভেম্বরে ছবির শুটিং শুরু হয় তবে মার্চে তা বন্ধ হয়ে যায়। যা খবর, আগামী এক মাসের মধ্যে ছবির শুটিং শেষ হয়ে যাবে। শোনা যাচ্ছে, ছবির দুটি গানের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন আলিয়া। অন্যদিকে অজয় দেবগণের হাতে রয়েছে দুটো ছবি। ‘মে-ডে’ ছবির পরিচালনায় রয়েছেন অজয় নিজে। সে-ই ছবিতে সাত বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ইন্দ্র কুমারের ছবি ‘থ্যাঙ্ক গড’-এ সিদ্ধার্থ মালহোত্রা এবং রকুল প্রীত সিংয়ের সঙ্গে অভিনয় করছেন অজয় দেবগণ।