প্রিয়াঙ্কার সাত কোটির পুরনো বাড়িতে কেন ঢুকলেন জ্যাকলিন?
২০১৯ সালে প্রিয়াঙ্কা-নিক, লস অ্যাঞ্জেলেসের সান ফার্নান্দো উপত্যকার এক ব্যয়বহুল অঞ্চল এনকিনোতে ২০ মিলিয়ন ডলার মূল্যের এক মেনশন কেনেন।
সাত কোটি টাকার পুরনো বাড়িতে ঢুকলেন জ্যাকলিন ফার্নান্ডেজ! তাও আবার অন্যের বাড়ি।
জুহুতে প্রিয়াঙ্কা চোপড়ার পুরনো বাড়ি এখন জ্যাকলিনের নতুন ঠিকানা। শোনা যাচ্ছে সে-ই বাড়ির দাম সাত কোটি! জ্যাকলিন এর আগে বহু বছর ধরে বান্দ্রায় ভাড়ায় থাকতেন জ্যাকলিন। তবে এখন তিনি চলে এসেছেন জুহুতে। এই বাড়িতে থেকেই ২০১৮ সালে প্রিয়াঙ্কা-নিক জোনাস গাঁটছড়া বেঁধেছিলেন। এটি ‘কর্মযোগ’ নামে এক ভবনে অবস্থিত এবং সে-ই বাড়ির দাম ৭ কোটি! বিস্তৃত জায়গা রয়েছে এই বাড়িতে সঙ্গে রয়েছে রোদে ঘেরা এক বারান্দা।
আরও পড়ুন ২২ বছর পর অজয় দেবগণ আবার বনসালীর ছবিতে
২০১৯ সালে প্রিয়াঙ্কা-নিক, লস অ্যাঞ্জেলেসের সান ফার্নান্দো উপত্যকার এক ব্যয়বহুল অঞ্চল এনকিনোতে ২০ মিলিয়ন ডলার মূল্যের এক মেনশন কেনেন।
ওয়াল স্ট্রিট জার্নাল, প্রথম তাঁদের এই বাড়ি কেনার খবরটি প্রকাশ করে। নিক এবং প্রিয়াঙ্কার বাড়িতে ডবল রো বোলিং অ্যালি। জিমনেসিয়াম যার গোটা দেওয়ালে রয়েছে আয়না। একটি বার। আইএমএক্স স্ক্রিনের থিয়েটার। ইনডোর বাস্কেটবল কোর্ট। পুল টেবিল সহ ভূগর্ভস্থ এক লাউঞ্জ এবং গেমিং রুম।
View this post on Instagram
বিয়ের ঠিক আগে লস অ্যাঞ্জেলসে আরেকটি বাড়িতে থাকতেন নিক-প্রিয়াঙ্কা। ৬ মিলিয়ন টাকায় সেই বাড়ি বেচে এনকিনোতে আসেন যুগল।
জ্যাকলিন ফার্নান্ডেজকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের শিরিশ কুন্দার পরিচালিত ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবিতে। জ্যাকলিনের ঝুলিতে রয়েছে ‘বচ্চন পান্ডে’, ‘ভূত পুলিশ’ এবং ‘সার্কাস’ মতো বড় বাজেটের ছবি।