Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: স্কুটারে বসে অজয়, পিছনে ছুটছেন হাজার-হাজার ভক্ত, চিৎকার করে কী বললেন অভিনেতা

Bholaa: ঝড়ের গতিতে ভাইরাল হলেন তাই এবার অজয় দেবগণ। সদ্য তিনি ব্যস্ত রয়েছেন আগামী ছবির কাজ ভোলা (Bholaa) শুটিং নিয়ে।

Viral Video: স্কুটারে বসে অজয়, পিছনে ছুটছেন হাজার-হাজার ভক্ত, চিৎকার করে কী বললেন অভিনেতা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2022 | 6:24 PM

অজয় দেবগণ (Ajay Devgn), বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। প্রথম থেকেই তিনি পর্দায় অনবদ্য অ্যাকশনে ঝড় তোলেন ভক্তমনে। ৪০ পেরিয়েও তার ব্যতিক্রম ঘটেনি। সকলের প্রিয় সেই সিংঘম-ই যখন রাস্তায় প্রকাশ্যে স্কুটার চালাতে নেমে পড়েন, তখন ভক্তমনে যে উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে না, তা এক কথায় বলাই বাহুল্য। ঝড়ের গতিতে ভাইরাল হলেন তাই এবার অজয় দেবগণ। সদ্য তিনি ব্যস্ত রয়েছেন আগামী ছবির কাজ ভোলা (Bholaa) শুটিং নিয়ে। সেই ছবিরই একটি সিক্যুয়েন্সে তাঁকে দেখা যায় রাস্তায় স্কুটার চালাতে। সুপারস্টারকে সেই অবস্থায় দেখে হাজার হাজার ভক্ত হাতে ফোন নিয়ে তাঁর চারপাশে ছুটতে শুরু করেন।

ভক্তদের দেখে বিন্দুমাত্র বিরোক্ত প্রকাশ করেননি অজয় দেবগণ। উল্টে চিৎকার করে বক্তদের দিলেন বিশেষ বার্তা। স্কুটার বা বাইক প্রসঙ্গে তিনি কতটা ঝুঁকি নিতে পারেন, তা তিনি তাঁর প্রথম ছবির এন্ট্রি দিয়েই প্রমাণ করেছিলেন। এবার তেমন সাহসিকতা না দেখালেও স্কুটার চালানোর সময় নিয়ম ভাঙেন তিনি। মাথায় ছিল না হেলমেট। তবে তা এড়িয়ে না গিয়ে, নিজেই জানান, স্কুটার চালানোর সময় সকলে যেন হেলমেট পরে থাকেন। সুরক্ষার কথা উল্লেখ করতে ভোলেন না তিনি।

পাশাপাশি এও জানান, যে তিনি শুটিং করছেন বলেই তাঁর মাথায় হেলমেট নেই। যাতে অভিনেতাকে কেউ অনুসরণ করে ট্রাফিক আইন না ভাঙেন, সেই কারণেই তিনি সকলের উদ্দেশে এই মন্তব্য করেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর এই ভিডিয়ো। কেবল ভাইরালই নয়, কমেন্ট বক্সে নজর রাখলে স্পষ্ট হয়ে যায় তিনি ঠিক কতটা প্রশংসিত হন তাঁর এই বার্তার জন্য। অজয় দেবগণ বরাবরই ভক্তদের বিষয় বেশ সংবেদনশীল। তিনি তাঁর ফ্যানেদের মাঝে মধ্যেই নানা বিষয় সচেতন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না।