Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: দেশজুড়ে কোভিড আতঙ্ক, অমিতাভ বচ্চনের বাড়িতেও করোনার হানা

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিগ-বি। শুধু অমিতাভই নন আক্রান্ত হয়েছিলেন জয়া বচ্চন বাদে গোটা বচ্চন পরিবার। আরাধ্যা থেকে শুরু করে অভিষেক-ঐশ্বর্যা, করোনা ছাড়েনি কাউকেই।

Amitabh Bachchan: দেশজুড়ে কোভিড আতঙ্ক, অমিতাভ বচ্চনের বাড়িতেও করোনার হানা
অমিতাভ বচ্চনের বাড়িতেই করোনার হানা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 4:06 PM

দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। গতকালই এই সংখ্যাটা ছিল ৩৭ হাজার ৩৭৯-এ। অর্থাৎ একদিনেই ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণ। অন্যদিকে, দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যাও ২ হাজারের গণ্ডি পার করেছে ইতিমধ্যেই। এরই মধ্যে করোনার হানা স্বয়ং বিগ-বি’র বাড়িতে, এ কথা নিজেই জানিয়েছেন বিগ-বি।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বৃহন্নুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে অমিতাভের দুই বাংলো জলসা ও প্রতীক্ষার মোট ৩১ জন কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। ইত্মধ্যেই তাঁকে পুরসভার কোভিড কেয়ার সেন্টারের রাখা হয়েছে। ওই ব্যক্তি ছিলেন উপসর্গহীন।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বিগ-বি। শুধু অমিতাভই নন আক্রান্ত হয়েছিলেন জয়া বচ্চন বাদে গোটা বচ্চন পরিবার। আরাধ্যা থেকে শুরু করে অভিষেক-ঐশ্বর্যা, করোনা ছাড়েনি কাউকেই। এর মধ্যে বয়সজনিত কারণে অমিতাভ ও কোমরবিডিটি থাকার কারণে অভিষেককে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। চিন্তায় ঘুম উড়েছিল বচ্চন ভক্তদের। যদিও করোনাকে জয় করে ফিরে আসেন অমিতাভ। সুস্থ হন বচ্চন পরিবারের বাকি সদস্যরাও। গত কয়েক দিনে দেশজুড়ে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আবারও দুশ্চিন্তায় অমিতাভের অনুরাগীরা। তাঁর বয়স হয়েছে, আর সেই কারণেই বিগ-বি অতিসাবধানী হওয়ার পরামর্শ তাঁদের।

আরও পড়ুন-  Farhan Akhtar: বাকি মাত্র দুই মাস, দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ফারহান আখতার?

আরও পড়ুন- Raj-Subhashree: পক্স সারতেই কোভিড আক্রান্ত রাজ, পজেটিভ শুভশ্রীও, এই নিয়ে দ্বিতীয়বার!