দু’বার কাস্টিং কাউচের শিকার হয়েছেন অঙ্কিতা, অভিনেত্রীর নিশানায় নামজাদা অভিনেতা

একবার নয়, ইন্ডাস্ট্রিতে আসার পর দু’বার কাস্টিং কাউচের শিকার হয়েছেন অঙ্কিতা লোখন্ডে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি। দ্বিতীয়বারের ঘটনায় অঙ্কিতার নিশানায় বড় অভিনেতা। এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, প্রথমবার যখন এ ঘটনা তাঁর সঙ্গে ঘটে তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন। সিনেমায় অফারের বিনিময়ে তাঁকে ‘ কম্প্রোমাইজ’ করতে বলা হয়। অঙ্কিতার কথায়, “ঘরে একা ছিলাম। আমার […]

দু'বার কাস্টিং কাউচের শিকার হয়েছেন অঙ্কিতা, অভিনেত্রীর নিশানায় নামজাদা অভিনেতা
অঙ্কিতা লোখন্ডে।
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 12:02 AM

একবার নয়, ইন্ডাস্ট্রিতে আসার পর দু’বার কাস্টিং কাউচের শিকার হয়েছেন অঙ্কিতা লোখন্ডে। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি। দ্বিতীয়বারের ঘটনায় অঙ্কিতার নিশানায় বড় অভিনেতা।

এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, প্রথমবার যখন এ ঘটনা তাঁর সঙ্গে ঘটে তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন। সিনেমায় অফারের বিনিময়ে তাঁকে ‘ কম্প্রোমাইজ’ করতে বলা হয়। অঙ্কিতার কথায়, “ঘরে একা ছিলাম। আমার তখন ১৯/২০। আমায় যখনই বলা হয় কম্প্রোমাইজের কথা আমি কায়দা করে বলি পার্টিতে যেতে হবে? ডিনারে?” উত্তর আসে, “প্রযোজকের শয্যাসঙ্গিনী হতে হবে।” পাল্টা প্রতিবাদ করেছিলেন অঙ্কিতাও। তাঁর কথায়, , “আমি ওর ব্যান্ড বাজিয়ে দিয়েছিলাম। যা বলার শুনিয়ে দিয়ে আসি।” অঙ্কিতা জানান, পরেসেই ছবির অফার আবার তাঁর কাছে এলেও তিনি রাজি হননি।

দ্বিতীয়বারের ঘটনা আরও মারাত্মক। অঙ্কিতা জানান, তিনি যখন ইন্ডাস্ট্রিতে সুপরিচিত তখনও এমন অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।সেই ব্যক্তি সাধারণ কেউ নন, ইন্ডাস্ট্রির নামজাদা অভিনেতা। তাঁর কথায়, “আমি নাম নিতে চাইনা। সেই অভিনেতা এক পার্টিতে হ্যান্ডশেক করার সময় এমনভাবে হাত ধরেছিলেন আমি বুঝতে পেরেছিলাম তার অভিসন্ধি ভাল নয়। আমি বুঝেই গিয়েছিলাম এখানে সবই দেওয়া-নেওয়ার মধ্যে চলে।” যদিও অবশেষে বলিব্রেক মেলে তাঁর। ‘মণিকর্ণিকা…’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন তিনি।