Karan Controversy: করণের রোষের মুখে অয়ন, ‘ব্রহ্মাস্ত্র’ ছবি থেকে বাদ পরিচালক?

Karan Vs Ayan: সম্প্রতি এই খবরে তোলপাড়া হয় সোশ্যাল মিডিয়া। একাধিক কারণে নাকি 'ব্রহ্মাস্ত্র' সিরিজ থেকে বাদ পড়ছেন পরিচালক।

Karan Controversy: করণের রোষের মুখে অয়ন, 'ব্রহ্মাস্ত্র' ছবি থেকে বাদ পরিচালক?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 2:09 PM

কার্তিক আরিয়ান এখন ইতি, সম্প্রতি তাঁকে নিয়ে রীতিমত সুসম্পর্কের আভাস মিলছে করণ জোহারের তরফ থেকে। দোস্তানা ২-তেই একসঙ্গে কাজ করার সম্ভাবনার জল্পনাও বিটাউনে তুঙ্গে। কার্তিকের জনপ্রিয়তা দেখেই কি মন গলে গেল করণের? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে বিটাউনে এখন নয়া গুঞ্জন। কার্তিকের বদলে করণের রোষে এখন তাঁর প্রিয় পাত্র অয়ন মুখোপাধ্যায়। ঠিকই শুনেছেন। ব্রহ্মাস্ত্র ছবির পরিচালক, যার সঙ্গে করণের এত ঘনিষ্ঠতা, সেই অয়নের সঙ্গেই নাকি বিবাদে এবার করণ জোহার। কারণ হিসেবে সামনে উঠে আসতে দেখা যায় করণ জোহারের নাম উল্লেখ না করেই নাকি ব্রহ্মাস্ত্র ২ ও ৩-র ঘোষণা। কেউ বললেন, করণ জোহারের অনুমতি ছাড়াই না কি তিনি ওয়ার ২ ছবির প্রস্তাব গ্রহণ করেছেন।

সম্প্রতি এই খবরে তোলপাড়া হয় সোশ্যাল মিডিয়া। সেই কারণেই নাকি ব্রহ্মাস্ত্র সিরিজ থেকে বাদ পড়ছেন পরিচালক। আলিয়া ভাট ও রণবীর কাপুরের ছবি তিনি নাকি আর পরিচালনা করবেন না। যদিও এই খবরের কোনও সত্যতা নেই বলেই জানা যাচ্ছে বি-টাউন সূত্রে। করণের সঙ্গে সবটাই রটনা। অয়নই ব্রহ্মাস্ত্র ছবির বাকি পর্বগুলো পরিচালনা করবে বলেই খবর। যদিও করণ জোহার বা অয়ন মুখোপাধ্যায় এই মর্মে মুখ খোলেননি।

View this post on Instagram

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

হিন্দুস্থান টাইমস-এর এক রিপোর্ট অনুযায়ী, এক ঘনিষ্ঠ সূত্রে বলেন, ”এটা সঠিক তথ্য নয়। কেবল রটনা। এই প্ল্যান করে ছড়ানো একটি খবর, দুইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা। দুজনের মধ্যে সম্পর্কের সমীকরণ একই আছে। আগে যেমনটা ছিল। অয়ন করণ জোহারকে এক বড় হিট এনে দিয়েছে। এখনও পর্যন্তও তাঁদের একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা একই আছে।” যার ফলে গত ২৪ ঘণ্টায় এই খবরে যাঁদের মনে উদ্বেগ দেখা গিয়েছিল, তাঁরা নিশ্চিন্তে থাকতেই পারেন। ব্রহ্মাস্ত্র ২ ও ৩ এখনও পর্যন্ত করমের ব্যানারেই হচ্ছে।