আর বাল্কির সাইকোলজিক্যাল থ্রিলারে মুখ্য ভূমিকায় দুলকার সলমন
শোনা যাচ্ছে দুলকার সলমন এবং ম্রুণাল ঠাকুর একসঙ্গে একটি তেলগু ছবিতে অভিনয় করতে চলেছেন।
প্রয়াত অভিনেতা ইরফান খানের অভিনীত ছবিতে ছিল তাঁর বলিউড ডেবিউ। ‘কারওয়া’ ফিল্মে দুলকার সলমন, মিথিলা পাটকর ও ইরফান প্রত্যেকের অভিনয়ের ভূয়সী প্রশংসাও করা হয়। ছবির গল্প এবং প্রত্যেকের অভিনয় মানুষের মন ছুঁয়েছিল। তারপর সোনম কাপুর অভিনীত ‘জো়য়া ফ্যাক্টর’ ছবিতে দেখা যায় দুলকরকে। ছবিটি ভাল চলেনি। কিন্তু দুলকার প্রচুর মহিলা ফ্যান জুটিয়ে ফেলেছিলেন।
আরও পড়ুন কেট-কে কম্পিটিশন দিলেন কার্তিক! ‘রোজ়’-এর পোজ় নকল করে পোস্ট করলেন ছবি
শোনা যাচ্ছে, আর বাল্কি পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ছবিতে অভিনয় করছেন দুলকার। এক নতুন বিষয়বস্তু নিয়ে ছবি করতে চলেছেন পরিচালক। সিনেমাটোগ্রাফার পিসি শ্রীরাম টুইটারে ঘোষণা করেন যে তাঁর পরবর্তী প্রোজেক্টে দুলকার সলমন মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
View this post on Instagram
তিনি লেখেন, “বাল্কির এবং দুলকার সলমনের সঙ্গে আমার পরবর্তী প্রোজেক্ট। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। অধীর আগ্রহে কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি।”
একটি নিউজ পোর্টালের খবর অনুসারে, বাল্কি লকডাউন চলাকালীন স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে দুলকার তাঁর রচিত চরিত্রটির জন্য উপযুক্ত অভিনেতা।
View this post on Instagram
শোনা যাচ্ছে দুলকার সলমন এবং ম্রুণাল ঠাকুর একসঙ্গে একটি তেলগু ছবিতে অভিনয় করতে চলেছেন।