Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মায়াবতীকে ‘বর্ণবিদ্বেষী’ আক্রমণ! রাষ্ট্রসংঘের পদ খোয়ালেন রণদীপ হুডা

ন'বছর পুরনো ভিডিয়ো ভাইরাল হতে বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়। একের পর কটুক্তির শইকার রণদীপ।

মায়াবতীকে 'বর্ণবিদ্বেষী' আক্রমণ! রাষ্ট্রসংঘের পদ খোয়ালেন রণদীপ হুডা
রণদীপ-মায়াবতী।
Follow Us:
| Updated on: May 28, 2021 | 8:25 PM

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীকে নিয়ে এক ‘নোংরা’ জোক করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। তাঁর একটি পুরানো ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে একের পর এক বিতর্কের মুখে পড়েছেন তিনি। নেটিজেনরা তাঁর ইনসেন্সিটিভ জোকের জন্য রণদীপ হুডাকে টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কটুক্তি করেছেন। ‘অ্যারেস্ট রণদীপ হুডা’— এই হ্যাশট্যাগে ভরে গিয়েছে সোশ্যা মিডিয়া প্ল্যাটফর্ম।

আর এখন, কনভেনশন ফর দ্য কনসার্ভেশন অফ মাইগ্রেরিটি স্পিসিজ় অফ ওয়াইল্ড অর্থাৎ রাষ্ট্র সংঘের পরিযায়ী বন্য প্রাণীদের সংরক্ষণের জন্য প্রচারকের পদ থেকে সরানো হল রণদীপকে। ন’বছর পুরনো ৪৩ সেকেন্ডের ভিডিয়োতে এক ‘অশ্লীল ঠাট্টা’ করেন রণদীপ।

আরও পড়ুন আর বাল্কির সাইকোলজিক্যাল থ্রিলারে মুখ্য ভূমিকায় দুলকার সলমন

সংশ্লিষ্ট আধিকারিকের এক বিবৃতিতে বলা হয়, রণদীপের এমন মন্তব্য নীতিগতভাবে রাষ্ট্রসংঘ বিরুদ্ধ। বর্ণবিদ্বেষী, লিঙ্গবৈষম্যকে মোটেই সংগঠন সমর্থন করে না। পাশাপাশি তিনি এও জানান যে, ২০১২ সালের ওই ভিডিও সম্পর্কে জানতেন না তাঁরা, তাই ২০২০ সালে তাঁকে মাইগ্রেটরি স্পিসিজ় অফ ওয়াইল্ড অ্যানিমেলস-এর দূত হিসেবে নিয়োগ করা হয়েছিল।

প্রসঙ্গত, গতবছর অস্ট্রেলিয়ার পরিবেশবিদ সচা ডেঞ্চ এবং ব্রিটিশ আইএএন রেডমন্ডের সঙ্গে ওই একই পদে দূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন রণদীপ। ২০২৩ সাল অবধি কাজের চুক্তি ছিল। কিন্তু বর্ণবিদ্বেষী, লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করায় সেই পদ থেকে সময়ের আগেই অব্যহতি দেওয়া হল অভিনেতাকে।

৪৩ সেকেন্ডের ওই ভিডিয়ো ২০১২-এ একটি মিডিয়া হাউজ আয়োজিত অনুষ্ঠানে তোলা হয়েছিল। সেখানে রণদীপ একজন মহিলার বিরুদ্ধে জাত এবং যৌনতা নিয়ে কৌতুক করেছিলেন বলে অভিযোগ। কৌতুক করার পর সামনে বসে থাকা দর্শকের সঙ্গে রণদীপকেও হাসতে দেখা যায়।

পুরনো ভিডিয়ো শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘একজন দলিত মহিলার বিরুদ্ধে যেভাবে বলিউডের প্রথম সারির অভিনেতা রণদীপ জাত এবং যৌনতা নিয়ে কৌতুক করেছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সমাজ কতটা বর্ণবাদী এবং যৌনতাবাদী।’ সামনে বসে থাকা জনতারও সমালোচনা করেন তিনি।