BJP Rally: ‘হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই একটা নামও যদি বাদ যায়…’, রাজপথে নামলেন শুভেন্দুরা
Suvendu Adhikari: বিরোধী দলনেতার অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন। অথচ এর সকলেই মনে প্রাণে বাঙালি। তাঁর টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, কলকাতার পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দিভাষী বাঙালিরা থাকেন।"

কলকাতা: তালিকায় হিন্দুদের নাম বেছে-বেছে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। বুধবার কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে সেই মিছিলের। কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই ময়দানে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা কৌস্তভ বাগচীরা। শুরু হয়েছে বিজেপির মিছিল।
এ দিন, শুভেন্দু বলেন, “আমি যুব মোর্চাকে ধন্যবাদ জানাব। মিছিলে উপস্থিত হয়েছেন একাধিক বিজেপি বিধায়ক। আমাদের তিনটের সময় কর্মসূচি ছিল। হাইকোর্ট বলেছে ৪টের সময় আপনারা হাঁটবেন। এক হাজার লোক নিয়ে হাঁটতে হবে। ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হবে। আমি সহ আর কয়েকজন সিও অফিসে যাব।” তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ত্রাতার ভূমিকায় হাইকোর্ট অবতীর্ণ হলেন। আর ডোরিনা ক্রসিংয়ে কোনও সভা হাইকোর্ট অনুমতি দেয়নি। আর আমরা কোর্টের প্রতিটি অর্ডার অক্ষরে-অক্ষরে পালন করব।”
বিরোধী দলনেতার অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম কাটার টার্গেট করেছেন। অথচ এর সকলেই মনে প্রাণে বাঙালি। তাঁর টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর, কলকাতার পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দিভাষী বাঙালিরা থাকেন। আরও একটা টার্গেটও করেছেন। যাঁরা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তাঁদের। বর্ডার এলাকার ভোটারদের টার্গেট করছে। যাঁরা উদবাস্তু হয়েছেন ধর্মীয় কারণে, তাঁদের নাম কাটার জন্য এরা তৈরি হয়েছে। আমরা তথ্য দিয়েছি, কৃষ্ণনগরের বিডিও ৯৮ জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে নোটিস দিয়েছেন। কার কথায় জানেন? রহিম শেখ তৃণমূলের নেতা তিনি প্যাডে অভিযোগ করেছেন। বিডিও তাড়াহুড়ো করে, তৃণমূলের পা চাটতে গিয়ে নিজের মেয়েকেও নোটিস করেছেন। আমাদের মতুয়া সমাজের ভোটার, নমঃশুদ্রদের ধরে নোটিস দেওয়া হয়েছে।”
একই সঙ্গে তিনি এও বলেন, “২৮ তারিখের সিও ইনচার্জ সকল রাজনৈতিক দল নিয়ে মিটিং ডেকেছিলেন। ওই সিও ইনচার্জ স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতিসক্রিয়তা ভুল হয়েছে। আমি হিন্দি স্পিকিং ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে কোর্ট পর্যন্ত লড়বে।”





