Salman Khan: ‘আমাদের পরবর্তী টার্গেট সলমন’, খোলামেলা হত্যার হুমকি গোল্ডির
Viral News: সলমন খান গত ছয় মাসে একাধিক মৃত্যুর হুমকি পেয়েছেন। যার জেরে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। সলমন খানের বাড়ির সামনে বেড়েছে নিরাপত্তারক্ষীও।
২৯ মে, ২০২২, প্রয়াত হন পঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালা। প্রকাশ্যে তাঁকে গুলি করে হত্যা করা হয়। যার মৃত্যুর দায় স্বীকার করেছেন, কানাডার গায়ক গোল্ডি। তিনি নিজে মুখে জানান, এই হত্যা তিনি করিয়েছেন। যদিও আগের রিপোর্ট অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণই তাঁকে হত্যা করেছে। তবে সম্প্রতি সকলকে চমকে দিয়ে এক সাক্ষাৎকারে গোল্ডি স্বীকার করে নেন ব্যক্তিগত কারণ বশত তিনি সিধুকে মেরে ফেলেছেন। তবে এখানেই শেষ নয়, এবার তাঁর লক্ষ্যে বলিউড ভাইজান সলমন খান। গোল্ডির কথায়, এটা তাদের দলের সিদ্ধান্ত ছিল। সিধু অকারণে অতিরিক্ত সুবিধে, জনপ্রিয়তা ভোগ করছিলেন। তারা দাবি করেন, তাই তাঁকে শিক্ষা দেওয়ার জন্য এমন পদক্ষেপ নিয়েছিলেন।
এদিনই তিনি স্পষ্ট করে দেন, এবার তার পরবর্তী টার্গেট হল সলমন খান। তারা যতদিন বেঁচে থাকবেন, সলমনকে মারার চেষ্টা করে যাবেন। তাদের বিশ্বাস তারা সফল হবেন। সূত্রের খবর অনুযায়ী হানি সিংও এমনই হত্যা হুমকি পেয়েছিলেন এই দলের কাছ থেকে। গোল্ডির এক ভয়েজ় মেসেজও পাঠান। হানি সিং জানিয়েছিলেন, গোল্ডির এই মন্তব্য শোনার পর তাঁর পরিবার মুহূর্তে কেঁপে উঠেছিল। এক আন্তর্জাকিত নম্বর থেকে এই হুমকি পেয়েছিলেন বলে তিনি দাবি করেন।
তবে সলমন খান গত ছয় মাসে একাধিক মৃত্যুর হুমকি পেয়েছেন। যার জেরে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। সলমন খানের বাড়ির সামনে বেড়েছে প্রহরির সংখ্যা। এখানেই শেষ নয়, সলমন খানের সঙ্গেই থাকছে এখন বিপুল পরিমাণে পুলিশ। সলমন খানের বাইরে শুট থাকলেও তা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। সলমন খান প্রথম থেকেই এই বিষয় মুখ খোলেননি। তবে গ্যালাক্সির বাইরে ভক্তদের জমায়েত এখন বন্ধ করা রয়েছে। যদিও সলমন খান এই কড়া নিরাপত্তার মাঝেই একের পর এক ছবির শুট করে চলেছেন।