The Kerala Story: কেরিয়ারে এই প্রথম! ছবিটির জন্য আদা শর্মার পারিশ্রমিক জানেন? বিশ্বাসই হবে না…
The Kerala Story: পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের সেই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ, আলোচনা বিতর্ক এই সবকে সঙ্গী করেও বেশ ভালই পারফর্ম করছে 'দ্য কেরালা স্টোরি'। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে আদাহ শর্মাকে। এর আগে আদাহ শর্মার কোনও ছবি এত হিট হয়নি। এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তিনি জানেন?
পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের সেই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ, আলোচনা বিতর্ক এই সবকে সঙ্গী করেও বেশ ভালই পারফর্ম করছে ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে আদাহ শর্মাকে। এর আগে আদাহ শর্মার কোনও ছবি এত হিট হয়নি। এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তিনি জানেন? সূত্র অনুযায়ী, এই ছবির জন্য প্রায় এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন আদা। তাঁর কেরিয়ার গ্রাফ অনুযায়ী, এই অঙ্কের পারিশ্রমিক আক্ষরিক অর্থেই বিপুল। আদা ছাড়াও তাঁর তিন বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন যারা তাঁদের পারিশ্রমিকও বেশ ভাল। প্রত্যেকে পেয়েছেন ৩০ লক্ষ টাকা করে। আইসিস জঙ্গির চরিত্রে দেখা গিয়েছে বিজয় কৃষ্ণকে। তাঁর পারিশ্রমিক প্রায় ২৫ লক্ষ টাকা। এই ছবি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৪০ কোটি টাকা। কিন্তু ইতিমধ্যেই এই ছবি তুলে ফেলেছে ১৫০ কোটির বেশি। ছাপিয়ে গিয়েছেন সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’কেও।
এর আগে পশ্চিমবঙ্গে এই ছবিটির ব্যান নিয়ে মুখ খুলেছিলেন আদাহ। প্রশ্ন তুলেছিলেন, সিবিএফসি (Central Board of Film Certification) যেখানে এই ছবি মুক্তির জন্য সমস্ত ছাড় দিয়েছে সেখানে দাঁড়িয়ে ছবিটি না দেখে কী করে রাজ্য সরকার এমন এক সিদ্ধান্ত নিতে পারে?
উল্লেখ্য গত ৫মে মুক্তি পায় ছবিটি। ছবিটি মুক্তির চার দিনের দিন অর্থাৎ গত ৮ মে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই ছবির প্রদর্শন পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। কেন এই বন্ধের নির্দেশ? তিনি জানান, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রীতি বজায় রক্ষার্থে এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল বলেই জানানো হয় সরকারের তরফে। যদিও টিভিনাইন বাংলা যখন কলকাতা ও শহরতলির বেশ কিছু হল মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের তরফে জানানো হয় তিন দিনেই বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি। শুধু তাই নয়, ছবিটি নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর জেলার বেশ কিছু হলে এ নিয়ে প্রতিবাদও শুরু হয়। এরপরেই এই দিন অর্থাৎ বৃহস্পতিবার এই ছবি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। আবারও এই রাজ্যে ছবিটি দেখা যাবে।