Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jr NTR: ‘দেখা হবে যুদ্ধভূমিতে,’ জন্মদিনে জুনিয়র এনটিআরকে শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত হৃতিকের?

Jr NTR: জুনিয়র এনটিআর-- আরআরআর’-এর সৌজন্যে অভিনেতা হিসাবে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন এই দক্ষিণী তারকা। কুমারম ভীম-এর চরিত্র তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বলিউডে নতুন 'ওয়ার'-এর জন্য তৈরিও করছেন নিজেকে।

Jr NTR: 'দেখা হবে যুদ্ধভূমিতে,' জন্মদিনে জুনিয়র এনটিআরকে শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত হৃতিকের?
কেন এমন লিখলেন হৃতিক?
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 8:13 PM

জুনিয়র এনটিআর– আরআরআর’-এর সৌজন্যে অভিনেতা হিসাবে এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন এই দক্ষিণী তারকা। কুমারম ভীম-এর চরিত্র তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বলিউডে নতুন ‘ওয়ার’-এর জন্য তৈরিও করছেন নিজেকে। তাঁর ৪০ তম জন্মদিনে এবার যুদ্ধক্ষেত্রে নেমে পড়ার আহ্বান জানালেন হৃতিক রোশন। জানালেন তাঁর জন্য ‘যুদ্ধভূমি’তে অপেক্ষা করছেন। অভিনবভাবেই জুনিয়র এনটিআরকে শুভেচ্ছা জানালেন হৃতিক। সেই সঙ্গে উস্কে দিলেন ‘ওয়ার ২’র জল্পনা।

২০১৯ সালে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের ছবি ‘ওয়ার’ মুক্তি পেয়েছিল। মেজর কবীর- এর ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন । টাইগার শ্রফ আবার ক্যাপ্টেন খালিদ ও ক্যাপ্টেন সৌরভ, দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দুই অ্যাকশন হিরোর যুগলবন্দিতে যশরাজ ফিল্মসের লক্ষ্মীলাভও ঘটেছিল দুরন্ত। ১৭০ কোটির ‘ওয়ার’ ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৪৭৬ কোটি! সেই সাফল্যের সূত্র ধরেই যশরাজ ফিল্মসের ব্যানারে শুরু হতে চলেছে ‘ওয়ার ২’-এর কাজ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। ‘আরআরআর ‘এর ভীমাও এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন এমনটাই বি টাউনের খবর। এতদিন অবশ্য এ নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি প্রযোজনা সংস্থার তরফে। এমনকি জুনিয়র এনটিআর বা হৃতিক ও এতদিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন। দক্ষিণী অভিনেতার জন্মদিনে অভিনব শুভেচ্ছা বার্তার মাধ্যমে অনুরাগীদের সুখবর দিয়েছেন রাকেশ তনয়।

ঠিক কী বলেছেন হৃতিক শুভেচ্ছা বার্তায়?

‘শুভ জন্মদিন জুনিয়র এনটিআর! আনন্দে ভরে উঠুক তোমার আগামী দিন, অ্যাকশনে হোক জমজমাট। যুদ্ধভূমিতে তোমার জন্য অপেক্ষায় আছি বন্ধু। তোমার আগামী দিনগুলো আনন্দ আর শান্তিতে ভরে উঠুক,যতক্ষণ না আমাদের দেখা হচ্ছে।’ এরপর তেলুগু ভাষায় জুনিয়র এনটিআর কে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃতিক। ‘যুদ্ধভূমি’ বলতে হৃতিক যে ‘ওয়ার ২’- এর দিকেই ইঙ্গিত করেছেন তা বুঝতে পেরেছেন অনুরাগীরাও। দুজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জেনে ভক্তরা একের পর এক উচ্ছ্বসিত মন্তব্য করেছেন কমেন্ট সেকশনে। সম্প্রতি ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানের জন্য অস্কার জয়ে দক্ষিণী অভিনেতার জনপ্রিয়তা দক্ষিণ ছাড়িয়ে এখন সারা দেশেই। সেই অভিনেতার জন্মদিনে স্বাভাবিকভাবেই সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তাঁর সমাজমাধ্যমের পাতা। হাজারও বার্তার মধ্যে নজর কেড়েছে হৃতিকের ‘যুদ্ধভূমি’ টুইট। তবে ‘ওয়ার ২’তে হৃতিক ও জুনিয়র এনটিআর শুধু থাকবেন এমন নয়, টাইগার শ্রফও থাকতে পারেন বলে ইন্ডাস্ট্রির অন্দরের খবর। আর এই খবর সত্যি হলে যে ট্রিপল ধামাকা হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।