Shah Rukh Khan: ‘নো শাহরুখ, নো ডন ‘, শাহরুখের পরিবর্তে রণবীরের নাম প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ ভক্তদের
Don 3: এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে গেছে। শাহরুখ খানের পরিবর্ত হিসেবে রণবীর সিং কেন, এই প্রশ্ন তুলেছেন বাদশার ভক্তরা।
কিছুদিন আগেই সামনে এসেছে শাহরুখ খান আর ‘ডন ৩ ‘ করতে আগ্রহী নন। ফারহান আখতারকে নিজের সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন। তারপর থেকেই বি টাউনে জোর গুঞ্জন এবার বলিউডের নতুন ‘ডন’ হতে চলেছেন রণবীর সিং! ফারহান আখতার ও এক্সেল এন্টারটেনমেন্ট খুব তাড়াতাড়ি রণবীরের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন এমনটাই শোনা যাচ্ছে।
যদিও এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে গেছে। শাহরুখ খানের পরিবর্ত হিসেবে রণবীর সিং কেন, এই প্রশ্ন তুলেছেন বাদশার ভক্তরা। একের পর এক টুইটে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ।
১৯৭৮ সালে অরিজিনাল ডন হয়ে বড়পর্দায় ধরা দিয়েছিলেন অমিতাভ বচ্চন। জিনাত আমন সহ একাধিক সহ অভিনেতাদের দাপটে বলিউডের কাল্ট ক্লাসিক হয়ে দাঁড়ায় ডন। ২০০৬ সালে ফারহান আখতার – এর পরিচালনায় শাহরুখ হাজির হন ‘ডন’- এর ভূমিকায়। প্রথমে শাহরুখ, ফারহান সমালোচনার মুখে পড়লেও ছবি মুক্তির পর ‘ডন’ হিসেবে নিজেকে প্রমাণ করে দেন কিং খান। বক্স অফিসে সাফল্যও আসে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। এবারও সফল শাহরুখ। এবার প্রায় ১২ বছর পর ফের বড়পর্দায় ফিরছে ‘ডন’। রীতেশ সিধওয়ানি, ফারহান আখতারের হাত ধরেই আবারও সামনে এসেছে ‘ডন ৩’ -এর জল্পনা। জানা গিয়েছে, আর ডন-র সিক্যুয়েলে অভিনয় করতে চাইছেন না শাহরুখ খান। হাতে এই মুহূর্তে একাধিক প্রজেক্ট, সেই সঙ্গে প্যান ইন্ডিয়া ছবিতে এই মুহূর্তে বেশি মন দিতে চান শাহরুখ, ঘনিষ্ঠ মহলে এমনই জানিয়েছেন তিনি। এর পর নতুন ডন কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হতেই প্রথমে উঠে আসে হৃতিক রোশনের নাম । যদিও একদিন যেতে না যেতেই প্রকাশ্যে আসে, এই ছবিতে ‘ডন’ হচ্ছেন রণবীর সিং। খুব তাড়াতাড়ি এক্সেল এন্টারটেনমেন্ট ও ফারহান আখতারের তরফে রণবীর সিং এর নাম একটি ভিডিও রিলিজ করে জানানো হবে বলেও শোনা যাচ্ছে।
শাহরুখের বদলে রণবীরের নাম প্রকাশ্যে আসতেই অবশ্য সমালোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। ‘ডন’ ও শাহরুখ ভক্তদের অনেকেই বলতে শুরু করেছেন ‘ডন ৩’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়বে। কেউ লিখেছেন, ‘১২ বছর অপেক্ষা করেছি এই ছবির জন্য। কিন্তু এই খবর আমার মন ভেঙে দিয়েছে। কেউ লিখেছেন, ‘শাহরুখ ছাড়া ডন অসম্ভব, বক্সঅফিসে বলিউডের সবচেয়ে বড় বিপর্যয় ঘটতে চলেছে।’ কেউ আবার বলেছেন ‘নো শাহরুখ, নো ডন ‘।
এত সমালোচনার পরেও রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার মনে করছেন শাহরুখের পর এই চরিত্রে সবচেয়ে ভালো মানাবে রণবীর সিংকেই। তাঁর অভিনয় দক্ষতা ও ক্যারিশমা ডন ফ্র্যাঞ্চাইজিকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।