Urvashi Rautela: ইরানে মহিলা আন্দোলনকারীদের পাশে থাকতে চুল কেটে ফেললেন উর্বশা রওতেলা
Iranian Women Protestors: নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উর্বশী। উর্বশী মনে করেন, যদি একজন নারীর সমস্যায় অন্য সমস্ত নারীরা পাশে এসে দাঁড়ান, নারীবাদী পূর্ণতা পাবে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে সোশ্যাল মিডিয়ায় ‘স্টক’ করার জন্য ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন ভারতীয় অভিনেত্রী উর্বশী রওতেলা। নিজেকে মহসা আমিনির সঙ্গে তুলনা করেছেন উর্বশী। যে মহসাকে ইরানে প্রতিবাদ করার জন্য মরতে হয়েছে ইরান পুলিশের হাতে। মহসার মৃত্যু, ইরানে মহিলাদের প্রতিবাদ, উত্তরাখণ্ডে ১৯ বছরের মেয়ে অঙ্কিতা ভান্ডারির মৃত্যু – এ সবের প্রতিবাদে নিজের চুল কেটে ফেললেন উবর্শী। নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উর্বশী।
View this post on Instagram
ইনস্টাগ্রামে যে ছবি উর্বশী শেয়ার করেছেন, তাঁর সঙ্গে লিখেছেন লম্বা ক্যাপশন। তিনি লিখেছেন, “চুল ছেটে ফেললাম। সারা বিশ্বের মহিলারা নিজেদের চুল কেটে ইরানের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। চুলকে বলা হয় নারী অঙ্গের অন্যতম সুন্দর অংশ। জনসমক্ষে নিজেদের চুল কেটে দিয়ে মহিলারা বার্তা দিতে চাইছেন। বলতে চাইছেন, সমাজের তৈরি করা সৌন্দর্যের মাপকাঠিকে তাঁরা তোয়াক্কা করেন না। তোয়াক্কা করেন না সামজ তাঁদের কীভাবে সাজপোশাক পরতে বলছে কিংবা জীবন নির্বাহ করতে বলছে।”
View this post on Instagram
উর্বশী মনে করেন, যদি একজন নারীর সমস্যায় অন্য সমস্ত নারীরা পাশে এসে দাঁড়ান, নারীবাদী পূর্ণতা পাবে।
View this post on Instagram