Ananya Panday: ২৩-এ পড়লেন অনন্যা, ইঙ্গিতবহ পোস্টের মাধ্যমে শুভেচ্ছা ‘প্রেমিক’-এর
অনন্যার বেশ কিছু ছবি শেয়ার করে ঈশান লেখেন, "হ্যাপি কেক ডে অ্যানি পানিনি। সত্যি, শক্তি ও ভালবাসা সবসময় তোমার সঙ্গে থাকুক।"সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনাবলীর দিকেই কি ইঙ্গিত ঈশানের?
মাদককাণ্ডে নাম জড়িয়েছে অনন্যা পাণ্ডের। বিতর্কের মাঝেই জীবনের সবচেয়ে বিশেষ দিন আগত। ৩০ অক্টোবর, অর্থাৎ আজ ২৩ বছর পূর্ণ করলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আর অভিনেত্রীর এই বিশেষ দিন তাঁকে বিশেষ পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানালেন রিউমারড প্রেমিক ঈশান খট্টর।
অনন্যার বেশ কিছু ছবি শেয়ার করে ঈশান লেখেন, “হ্যাপি কেক ডে অ্যানি পানিনি। সত্যি, শক্তি ও ভালবাসা সবসময় তোমার সঙ্গে থাকুক।”সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনাবলীর দিকেই কি ইঙ্গিত ঈশানের? মাদক কাণ্ডে অনন্যার নাম জড়াতেই হাতে ফুলের তোড়া নিয়ে অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন ঈশান। সূত্র বলেছিল, এ সময় প্রেমিকার পাশেই রয়েছেন তিনি। বিশেষ দিনেও অনন্যাকে ঈশান পাঠালেন বিশেষ বার্তা।
প্রসঙ্গত, এই নিয়ে তিনবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তলব করেছে অনন্যাকে। প্রথম দু’বার তিনি হাজিরা দিয়েছিলেন কিন্তু তৃতীয়বার ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন অনন্যা। তাঁর ও আরিয়ান খানের এক হোয়াটসঅ্যাপ চ্যাটকে ঘিরেও অনুসন্ধান চালাচ্ছে এনসিবি। দিন কয়েক আগে সেই চ্যাট ফাঁস হয়ে গিয়েছিল। কী রয়েছে সেই চ্যাটে?
আরিয়ান- গাঁজাঅনন্যা- হ্যাঁ, এখন চাহিদা বেশি
আরিয়ান- তোমার থেকে গোপনে নেব
অনন্যা- ফাইন
এরপর আর এক চ্যাট ঘেঁটেও মাদক নিয়ে তাঁদের কথোপকথন চোখে পড়েছে…কী লেখা রয়েছে তাতে?
অনন্যা- এখন আমিও এই বিজনেসে রয়েছি
আরিয়ান- তুমি কি গাঁজা এনেছ?
আরিয়ান- অনন্যা…
অনন্যা- আমি আনছি
আরিয়ান খান জামিনে মুক্তি পেয়ে আজ বাড়ি ফিরছেন। কিন্তু এনসিবি’র নজর রয়েছে ওই দুই স্টারকিডের উপর।
আরও পড়ুন, Rafiath Rashid Mithila: প্রিয়জনদের নিয়ে হ্যালোইন পার্টি করলেন মিথিলা
আরও পড়ুন, Aryan Khan Jail: জেলের বাইরে আরিয়ান খান, হোটেলে ছেলের অপেক্ষায় শাহরুখ
View this post on Instagram