Janhvi Kapoor: ‘আমি জানি আমার ট্যালেন্ট কম, স্টারকিডের তকমার সুযোগ নিচ্ছি না’, সপাট জবাব দিলেন জাহ্নবী

Bollywood Gossip: ট্রোলারদের কাজই সুযোগ বুজে সেলেবদের আক্রমণ করা। আর এই আক্রমণের শিকার একাধিকবার হয়েছেন জাহ্নবী কাপুর।

Janhvi Kapoor: 'আমি জানি আমার ট্যালেন্ট কম, স্টারকিডের তকমার সুযোগ নিচ্ছি না', সপাট জবাব দিলেন জাহ্নবী
আউটিং থেকে শুরু করে ডেটিং, জাহ্নবীর কাপুরের মনে এখন ওরহানের সঙ্গেই বেশ ঘনিষ্ঠ। বিটাউনের বহুস্টারের সঙ্গে সম্পর্কের জল্পনা সামনে উঠে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 2:10 PM

জাহ্নবী কাপুর, কেরিয়ারের শুরু থেকেই নিজের পায়ের তলার জমি শক্ত করার লড়াইটা চালিয়ে যাচ্ছেন। শ্রীকন্যা বলে কথা, বাবা বনি কাপুর, দাদা অর্জুন কাপুর, ফলে তাঁর পক্ষে বলিউডে কাজ পাওয়াটাস ভীষণ সহজ। এই মন্তব্য একাধিক সেলেবকিডকে শুনতে হয়। তবে সবক্ষেত্রেই কী ট্যালেন্ট ছাড়া সাফল্যের শীর্ষে ওঠা সম্ভব! হয়তো নয়। তার প্রমাণও মিলেছে একাধিকবার। তবে জাহ্নবী কাপুর একাধিক সুোগ পেয়েও যখন দাপটের সঙ্গে বলিউডে ফিরতে পারছেন না, তখনই উঠছে প্রশ্ন। তবে কি তিনি বলিউডকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছেন! এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জাহ্নবী কাপুর। দিলেন সপাট উত্তর।

ট্রোলারদের কাজই সুযোগ বুজে সেলেবদের আক্রমণ করা। আর এই আক্রমণের শিকার একাধিকবার হয়েছেন জাহ্নবী কাপুর। করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখা থেকে শুরু করে একের পর এক ছবি ফ্লপ হলেও কাজ পাওয়া। এবার প্রকাশ্যে মুখ খুললেন জাহ্নবী কাপুর। তিনি সাফ জানালেন- ‘আমার এই সুযোগকে আমি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিইনি। আমি জানি আমার ট্যালেন্ট কম, আমি জামি আমার তুলে ধরার মতো গুণ ভীষণ কম। তবে কেউ যদি বলে আমি পরিশ্রম করি না, এটা আমি মানতে নারাজ। সেটে সব থেকে বেশি পরিশ্রম আমি করি। ফলে ভবিষ্যতে এই কথা আমি আর শুনতে বাধ্য নই।’

জাহ্নবী কাপুর অতীতেও এই প্রসঙ্গে মুখ খুলেছেন। জানিয়েচিলেন, ছবির সেটে তিনি বারে বারে পরিচালককে জিজ্ঞেস করেন, তিনি ভাল করে কাজটা করতে পেয়েছেন কি না, তিনি কাজটা বুঝতে পেড়েছেন কি না! ছবি চলবে কী না, যদিও জাহ্নবী কাপুর এখনও পর্যন্ত খুব বড় প্রোজেক্ট হাতে পাননি। তুলনামুলকভাবে সারা আলি খান অনন্যা পান্ডে বেশ বড় বড় প্রজেক্ট হাতে পেয়েছেন। ফলে জাহ্নবীর কথায় তাঁর লড়াই জারি বর্তমানে।