Kamaal R Khan: কুৎসিত টুইট, যৌন হেনস্থার অভিযোগ সত্ত্বেও জামিন পেলেন কমল খান

Kamaal R Khan: প্রসঙ্গত, কেআরকে জামিনে মুক্তি পেতেই তাঁর টুইটার থেকে ফের এক টুইট করা হয়েছে। যদিও টুইটটি যিনি করেছেন তিনি নিজেকে কেআরকে'র সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন।

Kamaal R Khan: কুৎসিত টুইট, যৌন হেনস্থার অভিযোগ সত্ত্বেও জামিন পেলেন কমল খান
জামিন পেলেন কমল খান
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 6:17 PM

একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও শর্তসাপেক্ষ জামিন পেলেন স্বঘোষিত সমালোচক কমল রশিদ খান। মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার ৯দিন পর জামিন মিলল তাঁর। ২০২১ সালে দায়ের হওয়া এক যৌন হেনস্থার মামলায় মঙ্গলবারই তাঁকে জামিন দেয় আদালত। আর এ দিন অর্থাৎ বৃহস্পতিবার বলিউডের বিভিন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন সময়ে করা বিতর্কিত টুইট মামলাতেও জামিন দেওয়া হয় তাঁকে। যদিও আদালতের পক্ষ থেকে জানান হয় ১৫ হাজার টাকা বন্ডে সই করে জামিল মিলেছেন তাঁর। এ ছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার সকাল ১০ থেকে ১১টার মধ্যে থানায় গিয়ে হাজিরা দিতে হবে তাঁকে। এ ছাড়াও আদালতের অনুমতি ছাড়া অভিযুক্ত মুম্বই ছাড়তে পারবেন না বলেও জানান হয়েছে আদালতের তরফে।

প্রসঙ্গত, কেআরকে জামিনে মুক্তি পেতেই তাঁর টুইটার থেকে ফের এক টুইট করা হয়েছে। যদিও টুইটটি যিনি করেছেন তিনি নিজেকে কেআরকে’র সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি লিখেছেন, “আমি কেআরকে’র সন্তান ফয়জল কামাল। আমার বাবাকে কিছু মানুষ মেরে ফেলার চেষ্টা করছে। আমি ২৩ বছরের এক যুবক যে লন্ডনে থাকে। আমি জানি না বাবাকে কীভাবে সাহায্য করব। দয়া করে আমার বাবার জীবন বাঁচাতে কিছু করুন। আমি ও আমার বোন বাবাকে ছাড়া বাঁচব না।”

২০২১ সালে এক তরুণী অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এ ছাড়াও ২০২০ সালে ঋষি কাপুর ও ইরফানকে নিয়ে কদর্য টুইট করেছিলেন কেআরকে। মৃত্যুশয্যায় শায়িত দুই অভিনেতাকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছিলেন যা তাঁর কাছে ছিল নেহাত রসিকতা। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ২০২০ সালের ৩০ এপ্রিল এক টুইটে কমল লিখেছিলেন, ঋষি কাপুর হয়তো মারা যাবেন না কারণ মদের দোকান খুলে যাচ্ছে (সে সময় করোনার কারণে লকডাউন হওয়ার মদের দোকান বন্ধ ছিল)। এখানেই শেষ নয়, ইরফান খানকে নিয়েও তিনি করেছিলেন অবমাননাকর মন্তব্য। এর পরেই যুব সেনার সদস্য রাহুল কানাল কেআরকে’ বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। আপাতত তিনি জামিনে মুক্ত। তবে বিস্ফোরক অভিযোগ ছেলের। গ্রেফতার হওয়ার পর কেআরকে কি টুইট নিয়ে আরও সংযত হবেন? নাকি যেমন সব লিখতেন লিখে যাবেন আবারও? উত্তর দেবে সময়।