Box Office Collection: বক্স অফিসে মাত্র ৩ কোটি আয়! মুখ থুবড়ে পড়ল ধকড়, বিদ্বেষ নিয়ে সরব কঙ্গনা

kangana Ranaut: ধকড় মুক্তির আগেই ব্যাপক ট্রোলের মুখে পড়ে। নেটদুনিয়ায় উঠে আসে একাধিক কমেন্ট, যা রীতিমত ছবির ব্যবসাকে নষ্ট করেছে বলেই কঙ্গনার মত।

Box Office Collection: বক্স অফিসে মাত্র ৩ কোটি আয়! মুখ থুবড়ে পড়ল ধকড়, বিদ্বেষ নিয়ে সরব কঙ্গনা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 4:32 PM

বেশ কয়েকদিন ধরেই বক্স অফিস কালেকশন নিয়ে নানা বিতর্ক নেটপাড়ায় তুঙ্গে। দক্ষিণী ছবির দাপটে নাকি টিকতেই পারছে না কঙ্গনা রানাওয়াত। তাই বলে ৩ কোটি আয় মাত্র। এও কি সম্ভব! সম্প্রতি এমনই পরিস্থিতির মুখে পড়তে হল ধকড় ছবিকে। কড়া ভাষায় সমালোচিত হতে শুরু করল কঙ্গনা রানাওয়াতের ছবি। ছবি মুক্তি পাওয়া মাত্রই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নেগেটিভ রিভিউ। যা চোখ এড়ায়নি খোদ কঙ্গনা রানাওয়াতের। তবে দিনের পর দিন ভুল ভুলাইয়া ২ ছবির সঙ্গে তুলনা টেনে যেভাবে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিচ্ছে এই ছবি, তা এক কথায় বলতে গেলে মোটেও ভাল চোখে দেখলেন না বলিউড কুইন। এবার সাফ জানিয়ে দিলেন কঙ্গনা রানাওয়াত, খেলা এখনও শেষ হয়নি।

বক্স অফিসে বিগেস্ট ফ্লপ বললে যে ছবির কথা সবার আগে সামেন উঠে আসছে তা হল ধকড়। এমন কি এখনই পর্যন্ত এই ছবি কেনার জন্য ওটিটি বা কোনও স্যাটেলাইট চ্যালেনকেও পাওয়া যাচ্ছে না। তবে এখনই এই হার মেনে নিতে নারাজ কঙ্গনা রানাওয়াত। তিনি সাফ জানালেন, তিনি একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তাই এখনই এত বিতর্কিত মন্তব্য করার সময় আসেনি। কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তুলে ধরেন, ২০১৯ সালে আমি মনিকর্ণিকা করেছিলাম ১৬০ কোটি টাকা যা আয় করেছিল বক্স অফিসে। ২০২০ সালে করোনার কোপ, ২০২১ সালে আমি আমার কেরিয়ারের সবথেকে বড় ছবিটা করি, থালাইভা। বর্তমানে আমি অনেক নেগেটিভিটি দেখেছি, ২০২২ সালে লকআপ ভীষণ জনপ্রিয় হয়। ফলে আমি এখনও আশাবাদী।

ধকড় মুক্তির আগেই ব্যাপক ট্রোলের মুখে পড়ে। নেটদুনিয়ায় উঠে আসে একাধিক কমেন্ট, যা রীতিমত ছবির ব্যবসাকে নষ্ট করেছে বলেই কঙ্গনার মত। আবারও একটা ফ্লিপ ছবি আসতে চলেছে। যদিও এই ছবি বর্তমানে ফ্লপই, বক্স অফিসের কালেকশনে নজর রাখলে বোঝাই যায়। এদিকে ছবির বাজেট মোটের ওপর ১০০ কোটি। বক্স অফিস রিপোর্ট বলছে, এই নিয়ে কঙ্গনা রানাওয়াতের নবমতম ফ্লপ ছবি।