Kartik Aaryan: ‘নিজেকে খুব নিরুপায় মনে হচ্ছিল’, ক্যান্সার যন্ত্রণার সাক্ষী কার্তিক
Viral Post: যদিও কার্তিক আরিয়ানের এই বার্তা তাঁর মাকে নিয়ে। তাঁর সদ্য ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। আছেন সুস্থ। মায়ের সঙ্গে ঠিক ঘটে, পুরটারই সাক্ষী থেকেছেন তিনি।

কার্তিক আরিয়ান, বলিউডের এই স্টার বরাবরই বেশ খোলা মনে কথা বলে থাকেন। তাঁর জীবনে তেমন কোনও রাখঢাক নেই। সে বিতর্ক হোক কিংবা বলিউডের অন্দরমহলের গসিপ, কার্তিক আরিয়ান অনেকটা খোলা বইয়ের মতো। তাঁকে নিয়ে রটা খুব একটা গুজব বেশিদিন জায়গা করে পারে না বলিউডে। সেই শেহজাদারই কণ্ঠে এবার বিষাদের সুর। ক্যান্সার নিয়ে মুখ খুললেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর আবেগঘন পোস্ট দেখে একপ্রকার সকলেই গেলেন চমকে। লিখলেন, কিছুদিন আগে ক্যান্সার আপার পরিবারে থাবা বসিয়েছিল, আমরা খুব নিরুপায় হয়ে পড়েছিলাম।
যদিও কার্তিক আরিয়ানের এই বার্তা তাঁর মাকে নিয়ে। তাঁর সদ্য ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। আছেন সুস্থ। মায়ের সঙ্গে ঠিক ঘটে, পুরটারই সাক্ষী থেকেছেন তিনি। তবে মায়ের ইচ্ছে শক্তিকে কুর্নিশ জানাতে ভুললেন না কার্তিক। লিখলেন, তাঁর মায়ের নেভার গিভ আপ অ্যাটিটিউড, অর্থাৎ, হাল না ছাড়ার মনোভাব, তাঁকে ক্যান্সারের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। তাঁর এই পোস্ট পলকে ভাইরাল। সকলের নজর কাড়লেন কার্তিক। তাঁর মাকে নিয়ে লেখা এই শব্দগুলো সকলের মন জয় করে নেয়। শেয়ার করলেন মায়ের সঙ্গে একটা ছবিও।
২০২২ সাল, একের পর এক বলিউডের ছবি যখন রীতিমত প্রশ্নের মুখে, তখনই আড়াইশো কোটি টাকার ব্যবসা করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন কার্তিক আরিয়ান। ছবির নাম ভুল ভুলাইয়া ২। এই ছবির খবর সামনে আসা মাত্রই এক বাক্য সকলেই বলেছিলেন অক্ষয় কুমার ঘোর কাটিয়ে সেভাবে জায়গা করতে পারবেন না কার্তিক আরিয়ান। যদিও সেই ভবিষ্যতবাণী সত্যি হয়নি। কারণ একটাই, তিনি নিজের অভিনয়গুণেই সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন, এক কথায় সকলেই চমকে গিয়েছিলেন কার্তিকের অনবদ্য উপস্থাপনা দেখে। কার্তিক ও কিয়ারার জুটি ছবিতে এক বাড়তি মাইলেজও দিয়েছিল। রুহবাবা বাবা রাতারাতি সকলের মনের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল পলকে।
Some time ago during this month the Big C – ‘Cancer’ sneakily crept in and tried to rattle the lives of our family ! We were frazzled and helpless beyond despair! But thanks to the willpower, resilience and never give up attitude of this fierce soldier – My Mom, we turned to… pic.twitter.com/lIM25YDpA6
— Kartik Aaryan (@TheAaryanKartik) May 5, 2023





