Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aryan-Sara Ali Khan: মধ্যরাতে প্রাক্তন প্রেমিকা সারা আলি খানের বাড়িতে প্রদীপ জ্বালাতে এলেন কার্তিক আরিয়ান, জ্বলল কি প্রেমের আগুন?

Ex-Unites: সারা আলি খানের বাড়িতে দীপাবলির পার্টি হয়। সেই পার্টিতে ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। সারার বাড়ির পার্টিতে বেশ রাত করেই গিয়েছিলেন কার্তিক আরিয়ান। এবং তাঁর উপস্থিত সকলের নজর কেড়েছে। সারা যে বলেছিলেন, প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কঠিন, তা হলে তাঁর দীপাবলির পার্টিতে কী করছেন কার্তিক আরিয়ান?

Kartik Aryan-Sara Ali Khan: মধ্যরাতে প্রাক্তন প্রেমিকা সারা আলি খানের বাড়িতে প্রদীপ জ্বালাতে এলেন কার্তিক আরিয়ান, জ্বলল কি প্রেমের আগুন?
সারা এবং কার্তিক।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 1:11 PM

সাইফ আলি খানের কন্যা এবং নবাব পরিবারের রাজকন্যা সারা আলি খানের সঙ্গে বেশ মাখোমাখো প্রেম ছিল বলিউড ইন্ডাস্ট্রির ‘শাহজ়াদা’ কার্তিক আরিয়ানের। ‘লাভ আজকাল টু’ ছবি করার সময় সম্পর্কে জড়িয়েছিলেন এই দুই তারকা। অনেকদিনই ছিল তাঁদের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরে এবং সঙ্গে-সঙ্গে আলাদা হয়ে যান কার্তিক-সারা। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ সিজ়ন ৮-এ এসে কার্তিকের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি নিয়ে খোলাখুলি কথা বলেন সারা। এও বলেন, প্রেম ভেঙে যাওয়ার পর সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা বেশ কঠিন বিষয়। কিন্তু যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে সারা এবং কার্তিকের অনুরাগীদের মনে হচ্ছে হয়তো এবার এক হবেন দুই প্রাক্তন।

সারা আলি খানের বাড়িতে দীপাবলির পার্টি হয়। সেই পার্টিতে ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। সারার বাড়ির পার্টিতে বেশ রাত করেই গিয়েছিলেন কার্তিক আরিয়ান। এবং তাঁর উপস্থিত সকলের নজর কেড়েছে। সারা যে বলেছিলেন, প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কঠিন, তা হলে তাঁর দীপাবলির পার্টিতে কী করছেন কার্তিক আরিয়ান? তাঁদের মধ্যে ফের কি প্রেম জেগে উঠল। গুঞ্জন সর্বত্র। সারার বাড়ির দীপাবলির পার্টিতে এসেছিলেন করণ জোহারও। তা হলে কি মদনদেবের মতো সারা-কার্তিকের মধ্যেকার দূরত্ব মেটাবেন করণ? এক করে দেবেন কার্তিক-সারাকে।

সারার পার্টিতে উপস্থিত ছিলেন আরও এক তারকা যুগল। আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডে। সম্প্রতি তাঁদের সম্পর্কেও সীলমোহর বসেছে। সবটা মিলিয়েই হয়তো জমে গিয়েছে সারার দীপাবলি পার্টি।