Ananya Pandey: মাত্র ২৫-এই ‘নিজের বাড়ি’ কিনলেন অনন্যা, দেখুন অন্দরমহল

Ananya Pandey: বয়স মাত্র ২৫ বছর। তবে এরই মধ্যে রোজগার বেশ ভালই করে ফেলছেন অনন্যা পান্ডে। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে তাঁর ইনস্টাগ্রাম। কেন জানেন? ধনতেরাসের দিন তিনি ঘটিয়ে ফেলেছেন এক কাণ্ড। সম্পূর্ণ নিজের টাকায় মুম্বইয়ের 'পশ' জায়গায় কিনে ফেলেছেন এক বিলাসবহুল বাড়ি।

Ananya Pandey: মাত্র ২৫-এই 'নিজের বাড়ি' কিনলেন অনন্যা, দেখুন অন্দরমহল
ঘুরে দেখুন অন্দরমহল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 6:39 PM

বয়স মাত্র ২৫ বছর। তবে এরই মধ্যে রোজগার বেশ ভালই করে ফেলছেন অনন্যা পান্ডে। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে তাঁর ইনস্টাগ্রাম। কেন জানেন? ধনতেরাসের দিন তিনি ঘটিয়ে ফেলেছেন এক কাণ্ড। সম্পূর্ণ নিজের টাকায় মুম্বইয়ের ‘পশ’ জায়গায় কিনে ফেলেছেন এক বিলাসবহুল বাড়ি। এ দিন নারকেল ফাটিয়ে সেই বাড়িতে প্রবেশ করেছেন তিনি, হাজার হোক, শুভদিন বলে কথা। বাড়িতে এক ছোট খাটো পুজোরও আয়োজন করেছেন অনন্যা। সেই ছবিই শেয়ার করে আবেগে আপ্লুত তিনি। লিখেছেন, “আমার নিজের বাড়ি। সবার ভালবাসা ও শুভকামনা চাইছি। একটা নতুন সূচনার জন্য। সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা।” অনন্যার এই নতুন যাত্রাতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর সহকর্মীরাও। এই যেন পরিচালক ফারহা খান লিখেছনে, “এত জলদি! খুব ভাল। এই বাড়ি যেন তোমার জীবনে অনেক শুভকামনা নিয়ে আসে”। গওহর খান থেকে শুরু করে শানায়া কাপুর, টাইগার শ্রফ– সকলেই শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা। তাঁর আগামী দিন আরও উজ্জ্বল হোক– প্রিয়জনেরা চাইছেন এমনটাই।

তবে নতুন বাড়ি কিনতেই দর্শকমনে উঁকি দিয়েছেন একটা প্রশ্ন। আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেম সম্প্রতি এক রিয়ালিটি শো-য়ে স্বীকার করে নিয়েছিলেন তিনি। তবে কি এবার শুরু হবে একত্রবাস? অনন্যা যদিও এই ব্যাপারে এখনও কিছু জানাননি। কিন্তু জল্পনায় ক্ষতি কী?