সাদা গাউনে নীনা গুপ্তার তুমুল নাচ; পার্টনারের সঙ্গে বিভোর মাসাবা জননী

Neena Gupta: বেশ কয়েকদিন আগে অ্যাটলান্টিক মহাসাগরে উড়ে গিয়েছিলেন নীনা। শুটিং করছিলেন 'শিবশাস্ত্রি বালবোয়া' ছবির। ব়্যাপআপের পর পার্টিতে নাচে বুঁদ নীনা।

সাদা গাউনে নীনা গুপ্তার তুমুল নাচ; পার্টনারের সঙ্গে বিভোর মাসাবা জননী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 8:49 AM

মাত্র কিছুক্ষণ আগে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অভিনেত্রী নীনা গুপ্তা। তাঁর পরনে সেমি অফ-শোল্ডার সাদা গাউন। কাঁধ পর্যন্ত চুল খোলা। চোখে মুখে পরিতৃপ্তির ছাপ স্পষ্ট। এদেশের সময় অনুযায়ী মাঝরাতে আপলোড করেছেন ভিডিয়ো। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের ছবি ‘লুকা ছুপি’র গান ‘কোকাকোলা তু’র তালে তাল মেলাতে ব্যস্ত প্রবীণ অভিনেত্রী নীনা। সঙ্গী কে?

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)

ডান্স ফ্লোরের চারপাশে তাঁকে ঘিরে অনেকেই। হয়তো বিদেশের মাটিতে একটি ঘরোয়া পার্টিতে গিয়েছিলেন নীনা। তাঁকে ঘিরে অল্প বয়সি তরুণ-তরুণী। গানের তালে তাঁদের তালও পড়ছে ফ্লোরে। কিন্তু সত্যি বলতে কী, নীনাই যেন মধ্যমণি। তাঁর দিকেই সকলের চোখ। যেমন চোখ চলে গিয়েছে ক্যামেরার। এক অল্প বয়সি বেলি ডান্সারকে তিনি করেছেন তাঁর ডান্স পার্টনার। মেয়েটির সঙ্গে সমান তালে তাল মেলাচ্ছেন ৩২ বছর বয়সি কন্যা মাসাবার ৬২ বছর বয়সি জননী নীনা। দেখে বোঝাই যাচ্ছে, পুরোদমে পার্টি এনজয় করছেন নীনা।

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)

এই পার্টি যে সে পার্টি নয়। শুটিং শেষের পার্টি বলেই ইঙ্গিত মিলিয়েছে নীনার আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। বেশ কয়েকদিন আগে অ্যাটলান্টিক মহাসাগরে উড়ে গিয়েছিলেন নীনা। ছবির নাম ‘শিবশাস্ত্রি বালবোয়া’। অনুপমের কেরিয়ারে ৫১৯তম ছবি এটি। নীনা ও অনুপম ছবির প্রধান কাস্ট। আমেরিকার নিউ জার্সিতে হয়েছে ছবির শুটিং। মার্কিন মুলুকের ছোট্ট শহরে এক ভারতীয়র বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলবে এই ছবি। শনিবারই শেষ হয়েছে শুটিং। একটি ভিডিয়ো পোস্ট করেছেন নীনা। সেই ভিডিয়োতে অনুপমও রয়েছেন। ক্যাপশনে নীনা লিখেছেন, ছবিতে দারুণ আনন্দ উপভোগ করেছেন তিনি। তারপরই নাচের এই ভিডিয়ো পোস্ট করেছেন।

View this post on Instagram

A post shared by Neena Gupta (@neena_gupta)

নিজের অভিনয় গুণে অনেক আগেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নীনা গুপ্তা। নিজের ব্যক্তিগত জীবনকেও কখনও লুকিয়ে রাখেননি। প্রেমপর্বের পর বিশ্ববরেণ্য ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর বিয়ে হয়নি ঠিকই, কিন্তু জন্ম দিয়েছেন ভিভের সন্তান মাসাবাকে। বাবা-মা দু’জনের ভালবাসাতেই বড় করেছেন মেয়েকে। কঠিন ছিল সেই সব দিন। কিন্তু ভেঙে পড়েননি নীনা। লড়াই করেছেন আজীবন। সেই লড়াইয়ে বিজয়ী হয়েছেন নীনা। তাঁদের জীবন নিয়ে ওয়েব সিরিজও তৈরি হয়েছে ‘মাসাবা মাসাবা’। জনপ্রিয় হয়েছে সিরিজ। ফলে দ্বিতীয় সিজনও আসতে চলেছে।

নীনার প্রাণোচ্ছল স্বভাবের কারণ তাঁর ফ্যানফলোয়ার অগুনতি। কিছুদিন আগেই নিজের আত্মজীবনী ‘সচ কহু তো’ প্রকাশ করেছেন নীনা। ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ারের ওঠা নামা – সবটাই সেখানে শেয়ার করেছেন তিনি। বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ‘বাধাই হো’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে। ছবিটি দুটি জাতীয় পুরস্কারও পেয়েছে। অগাস্টেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নীনা অভিনীত ‘ডায়েল ১০০’ ছবিটি। থ্রিলার সাসপেন্স চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুনবয়স পেরোয়নি ৭০; তার আগেই চলে গেলেন ‘ফিজা’ ছবির প্রযোজক প্রদীপ গুহ