Social Media Trolling: ‘শরীর দেখিয়ে রোজগারের চেষ্টা!’ নেটের পোশাকে স্পষ্ট শরীর, ব্যাপক ট্রোলের মুখে নোরা
Nora Fatehi: 'শিশুদের শো-তে এ কেমন পোশাক পরে এসেছেন নোরা', শরীর দেখানো নেটের পোশাকে এবার কটাক্ষের মুখে সেলেব।
নোরা ফাতেহি, এক কথায় বলতে গেলে এই সেলেবস্টার এখন বি-টাউনের হটকেক। একের পর এক ভাল কাজ করে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন পলকেই। কোথাও গিয়ে যেন এবার সেই চেনা ছকেই বারে বারে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ফিরে পাওয়া। নোরা ফাতেহি একাধিক রিয়ালিটি শো থেকে শুরু করে নানা অনুষ্ঠানে বর্তমানে উপস্থিত হচ্ছেন। যার মধ্যে অন্যতম হল ডান্স দিওয়ানে জুনিয়ার। এবার সেই শো-এর সেট থেকেই ভাইরাল হলেন তিনি। নোরা ফাতেহি মানেই নাচের জগতে এক জনপ্রিয় নাম। একের পর এক আইটেম ডান্সের মাধ্যমে তিনি যেভাবে সকলকে তাক লাগিয়েছেন, তাঁর ট্যালেন্ট নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন জাগে না কারুর মনে। কিন্তু ফ্যাশন! সেখানে কি বারে বারে বোল্ড লুকের ফান্ডা হিট হয়! হয় তো নয়। এবারও ঠিক তেমনটাি ঘটল নোরার সঙ্গে।
সদ্য তাঁকে দেখা গেল এক কালো নেটের পোশাক পরে মঞ্চে উপস্থিত হতে। মঞ্চের বাইরে পাপরাজিৎদের পোজ দিয়েও ছবি তুললেন তিনি। কিন্তু কোথাো গিয়ে যেন চেনা লুকের বাইরে এবার ভক্তরা পেলেন হট নোরার শরীরী ভাঁজের লুক। তাতেই মেজাজ হারালেন বেশ কিছু ভক্ত। একের পর এক কমেন্ট পড়তে শুরু করল ভিডিয়ো জুড়ে। মন্তব্য সামনে এলো- শুধুই নগ্নতা। কেউ আবার প্রশ্ন করলেন, নিচে কিছু পড়েছেন! কারুর কথায় ছোটদের শো-এ বিচারক হয়ে এ কেমন পোশাক পড়েছেন নোরা! কেবল শরীর দেখিয়ে রোজগারের চেষ্টা। কেউ আবার সাফ মন্তব্য করে বসলে, কেমন অশ্লীল পোশাক পরেছেন।
View this post on Instagram
যদিও এই নিয়ে মন্তব্য কোনও দিনই করেননি নোরা। সোশ্যাল মিডিয়া ট্রোলিং-কে বরাবরই এড়িয়ে গিয়ে থাকেন সেলেবস্টাররা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ট্রোলের ঝড়কে পাশ কাটিয়েই তিনি দিব্য শো-এর বিচারকের ভুমিকায় এক এক দিন এক এক পোশাকে নজর কাড়ছেন ভক্তদের।