Shilpa Shetty: কোলে ছোট্ট মেয়ে, জোর করে গাড়িতে উঠতে চাইছে ভক্ত, কী করলেন শিল্পা?
Shilpa Shetty: এক 'ফ্যান এনকাউন্টার'-এর মুখোমুখি হলেন শিল্পা শেট্টি। কোলে তখন ছোট্ট মেয়ে শামিশা।
ফ্যানেদের নানা ‘কীর্তি’ মাঝেমধ্যেই দখল করে নেয় পেজ থ্রি-র শিরোনাম। কখনও পছন্দের তারকাকে দেখতে মাইলের পর মাইল পাড়ি দেওয়া আবার কখনও বা তারকার মূর্তি স্থাপন করে তাতে পুজো– এ সব ঘটনা নানা সময়ে নজর কেড়েছে নিশ্চয়ই আপনার। এবার এমনই এক ‘ফ্যান এনকাউন্টার’-এর মুখোমুখি হলেন শিল্পা শেট্টি। কোলে তখন ছোট্ট মেয়ে শামিশা।
স্মৃতি খান্নার মেয়ের জন্মদিনের পার্টি শেষে বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিলেন অভিনেত্রী। পাপারাজ্জি হাজির ছিল সেখানেও। শামিশাকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায় তাঁকে। কিন্তু গাড়িতে উঠতে গিয়েই যত বিপত্তি। মেয়েকে নিয়ে গাড়িতে উঠতে যাওয়ার সময়েই শিল্পা খেয়াল করেন আচমকাই এক ভক্ত প্রায় জোর করেই সেলফি নেওয়ার ঠ্যালায় গাড়িতে উঠে পড়ছে তাঁর। ঘটনায় খানিক হলেও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি। কিন্তু পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে শিল্পা বেশ জোর গলাতেই ভক্তের উদ্দেশে বলেন, “আরে ভাই কী করছ টা কী?” পিছিয়ে যান সেই ভক্ত। ততক্ষণে অবশ্য তাঁর রক্ষীরাও ব্যাপারটাকে সামাল দিয়ে দিয়েছে।
এ তো গেল একটি ঘটনা। দিন কয়েক আগে আরও এক মারাত্মক ফ্যানের সম্মুখীন হতে হয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। খতরা খতরা শো’তে ভারতী সিংয়ের ভ্যানিটি ভ্যানে বসেছিলেন সোনাক্ষী। আচমকাই বাথরুম থেকে বের হয়ে আসেন এক যুবক। হকচকিয়ে যান অভিনেত্রী। ভারতীর ভ্যানিটি ভ্যানে কী করছেন ওই যুবক কিছুতেই মেলাতে পারেন না তিনি। যুবক জানান, তিনি সোনাক্ষীর অন্ধ ভক্ত। তাঁর সঙ্গে দেখা করবেন বলেই লুকিয়ে ছিলেন রাত থেকে। এর পরেই ঘটে যায় চমকে দেওয়ার মতো এক ঘটনা। পকেট থেকে লিপস্টিক বার করে আয়নায় ওই যুবক লিখতে থাকেন, ‘আই লাভ ইউ সোনা’। এখানেই শেষ নয়, বারবার করে সোনাক্ষীকে বিয়ে করার অনুরোধ জানাতে থাকে সেই যুবক। ভীত সোনাক্ষী সেই এরকম আচরণ করতে নিষেধ করায় আচমকাই ছুরি বের করে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকেন সেই ভক্ত। মারাত্মক ভয় পেয়ে যান অভিনেত্রী। চিৎকার করতে থাকেন তিনি। কালারস টিভির ইনস্টাগ্রাম পেজ থেকে প্রকাশিত এক ভিডিয়োতে দেখানো হয়েছিল এমনটাই। নেটিজেনদের একটা বড় অংশ অবশ্য সোনাক্ষীর ওই ঘটনাকে চ্যানেল কর্তৃপক্ষের পাব্লিসিটি স্টান্টের আখ্যা দিয়েছিল। তবে শিল্পার ক্ষেত্রে যে তা একেবারেই নয়, তাই ইঙ্গিত দিচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিয়োটি।
দেখুন সেই ভিডিয়ো…
View this post on Instagram
আরও পড়ুন- কেন আত্মহত্যা করেছিলেন মা? জীবনের এক অন্ধকার সত্য বলে ফেললেন মুনওয়ার