Nushrratt Bharuccha: বিয়ে এড়ানোর সহজ উপায়, নুসরতের মজাদার টিপসেই মিলবে সমাধান
Nushrratt Bharuccha Tips: বিয়ে করতে চাইছেন না, কিন্তু পরিবারের চাপে নাজেহাল! নুসরতের বুদ্ধিতেই হবে বাজিমাত।
বাড়িতে বিয়ের নিয়ে চাপ সৃষ্টি। প্রকাশ্যেও একের পর এক প্রশ্ন, কবে বিয়ে করছেন, কার সঙ্গে বিয়ে হচ্ছে বা ধরে নিন কেন বিয়ে করছেন না, এমন জাতীয় প্রশ্ন অবিবাহিতদের কাছে নতুন নয়। তবে এর থেকে বেরিয়ে বা পালিয়ে বেড়ানোর মত মানুষের সংখ্যাটাও নেহাতি কম নয়। তবে ঘরে বারইরে চলতে থাকা এই অশান্তি থেকে মুক্তির উপায় কী! যাঁর ভেবে উঠতে পারছেন না তাঁদের জন্য মোক্ষম দাওয়াই হতেই পারে নুসরত বারুচার টিপস। কারণ তিনি নিজে এখনও অবিবাহিত, কিন্তু বিষয়টা বেশ সুন্দরভাবেই সামলে চলছেন।
View this post on Instagram
নুসরত বারুচার কথায়, বাড়িতে কান পাতলেই একটাই প্রসঙ্গ বিয়ে, ‘সম্পর্কে নেই তা বোঝাতে মাকে বলাই যেতে পারে যে তুমি পাত্র দেখ, কিন্তু মা সত্যিই খুঁজতে শুরু করে দেবে তাতেই ঘটবে বিপত্তি।’ তবে নুসরত বেশ বুদ্ধির সঙ্গে বিষয়টা সামলে চলছেন। প্রসঙ্গ উঠলেই তিনি ঝগড়া বা তর্ক বিতর্ক এড়িয়ে যান। ‘যেমন ধরুন আপনার বাড়ি থেকে যদি বিয়ে প্রসঙ্গে কোনও কথা ওঠে, তবে আপনি যদি সমানতালে তর্ক চালিয়ে যান, তবে সমস্যা, কারণ তখন তাঁদের মনে যেদ চেপে যায়, এবং তাঁরা উঠে পড়ে লেগে পড়ে কেন এমন করছেন তা জানার জন্য ও জোর করেই একপ্রকার বিয়ে দেওয়ার জন্য’।
View this post on Instagram
কিন্তু নুসরত সেই সুযোগ দেন না। কারণ একটাই, বাড়িতে দেখা পাত্রের প্রতি তিনি যথেষ্ট উৎসাহ দেখান। পরিবারের কথামত দেখাও করতে যান, কিন্তু পরবর্তীতে সেই কথা আর তিনি এগোতে চান না। এতে তাঁর পরিবারের ধারণা জন্মায় যে সে বিয়ে করতে চায়, কেবল পাত্র পছন্দ হচ্ছে না মাত্র, আর এই সহজ উপায় অনায়াসে এই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসা যাবে বলেই মনে করেন বলিুডে এই সেলেব কুইন। এক সাক্ষাৎকারে মন খুলে বিয়ে প্রসঙ্গে এমনটাই মতামত পোষণ করেন তিনি। তাতে একটা বিষয় স্পষ্ট, বিয়ে করতে মোটেও এখনো রাজি নন নুসরত বারুচা।
আরও পড়ুন- KGF Chapter 2: ২৫ কিলোর পোশাক পরে সারাদিন শুটিং, কেজিএফ-এর জন্য কতটা চ্যালেঞ্জ নিলেন সঞ্জয় দত্ত