Sara Ali Khan: ‘সারার ওপর কালাজাদু?’ রহস্যময়ী নারীর আজব কাণ্ডে অভিনেত্রীকে নিয়ে ভয়ে নেটপাড়া
Viral Video: ভক্তদের মুখোমুখি হয়ে নানা সময় সেলেবদের অস্বস্তিতে পড়তে হয়, তবে তা সম্পূর্ণটাই থাকে অনিচ্ছাকৃত। তবে এবার বিষয়টা কি ইচ্ছাকৃত ঘটানো হল?

সারা আলি খান, বরাবরই পাপারাৎজিদের ভীষণ পছন্দের একজন অভিনেত্রী, যাঁর প্রতিটা পদক্ষেপে কড়া নজর থাকে নেটপাড়ার। স্টারকিড বর্কমানে নিজেই বলিউডে কাঁপাচ্ছেন তাঁর বোল্ড অভিন. থেকে শুরু করে মিষ্টি ব্যবহারে। সারা মানেই একগাল হাসি নিয়ে মন খুলে আড্ডা দেওয়া। সে বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিরাই হোক কিংবা কপিল শর্মা শো, প্রতিটা ক্ষেত্রেই তাঁর উপস্থিতি থাকে উজ্জ্বল। তাই সারা আলি খান বরাবরই সকলের ভীষণ পছন্দের অভিনেত্রী। আর এবার তাঁকে নিয়েই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। ঝড়ের গতিতে ভাইরাল এখ ভিডিয়ো। যেখানে তাঁকে দেখা যায় বিমানবন্দরের বাইরে বেজায় অস্বস্তিতে পড়তে।
ভক্তদের মুখোমুখি হয়ে নানা সময় সেলেবদের অস্বস্তিতে পড়তে হয়, তবে তা সম্পূর্ণটাই থাকে অনিচ্ছাকৃত। তবে এবার বিষয়টা কি ইচ্ছাকৃত ঘটানো হল? পুরোনো এক ভিডিয়ো ঘিরে চর্চা তুঙ্গে। যেখানে দেখা যায় সারা আলি খানকে বিমানবন্দর থেকে বেরতে, আর তখনই হঠাৎ এক মহিলা এমনভাবে সারার গলার কাছে হাত দিয়ে চলে গেলেন, যা রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিল। দেখে যেন মনে হচ্ছে তাঁরা ইচ্ছে করেই এমন কাজ করেছেন।
আর তা দেখেই একশ্রেণী প্রশ্ন করে বসল, তবে কী সারা আলি খানের ওপর কালাজাদু করে গেলেন তিনি কোনও। কারণ সেই সময় যে সারা আলি খান বেজায় সমস্যায় ছিলেন, তা এক কথায় ক্যামেরায় স্পষ্ট ফুটে উঠতে দেখা যায়। এই ভিডিয়ো নেটপাড়ায় আরও একবার ভাইরাল হয়ে গেল। যে নিয়ে নয়া তর্জা শুরু। কেউ নিন্দে করলেন সেই মহিলার, কেউ আবার স্পষ্ট বলে বসলেন, সারা প্রতিবাদ করলেন না। রীতিমত মহিলার হাতে লেগে খুলে যাচ্ছিল সারার ওড়না, যদিও সারা আমি খান, এই বিষয় বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজেকে সামলাতেই ছিলেন ব্যস্ত।





