সুনীল শেট্টির মেয়ে আথিয়ার কাছে ক্ষমা চাইলেন সলমন খান!
আরবাজ খান দাদা সলমন কে প্রশ্ন করেছিলেন ক্যাটরিনা কাইফ, আথিয়া শেট্টি ও সঙ্গীতা বিজলানি- এই তিন তারকার মধ্যে ইনস্টাগ্রামে কাকে ফলো করেন না? বেশ খানিক ভেবে সলমন উত্তর দেন, সঙ্গীতা।

ক্ষমা চাইলেন সলমন খান। সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির কাছে রীতিমতো প্রকাশ্যে ‘সরি’ বললেন ভাইজান। কিন্তু কেন?
সলমনের হাত ধরেই কার্যত বলি ডেবিউ হয়েছিল আথিয়ার। তাঁর ডেবিউ ছবি ‘হিরো’র প্রযোজক ছিলেন সলমন। বিপরীতে দেখা গিয়েছিল সুরজ পাঞ্চালিকে। সুনীল ও সলমনের মধ্যে ‘দোস্তানা’যে আজকের নয়, এ খবর অনেকেরই জানা। এ হেন সুমধুর সম্পর্ক হওয়া সত্ত্বেও আথিয়ার জন্য ভাই আরবাজের চ্যাট শো’তে এসে ক্ষমা চাইলেন তিনি।
আরবাজ খান দাদা সলমন কে প্রশ্ন করেছিলেন ক্যাটরিনা কাইফ, আথিয়া শেট্টি ও সঙ্গীতা বিজলানি- এই তিন তারকার মধ্যে ইনস্টাগ্রামে কাকে ফলো করেন না? বেশ খানিক ভেবে সলমন উত্তর দেন, সঙ্গীতা। যদিও ভাই আরবাজ মনে করিয়ে দেন, দাদার দেওয়া এই উত্তর সঠিক নয়। দুই প্রাক্তনকে ইনস্টাগ্রামে ফলো করলেও সলমন ফলো করেন না বন্ধু-কন্যা আথিয়াকে। আরবাজের এই উত্তরেই খানিক বিড়ম্বনার মধ্যে পড়েও পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আথিয়াকে সরি বলে সলমন বলেন, তাঁর ভুল হয়েছে। এ বার থেকে তিনিও আথিয়াকে ইনস্টাগ্রামে অনুসরণ করবেন।
View this post on Instagram
প্রিয় বন্ধুর এই মিষ্টি ‘ক্ষমা’ চাওয়ায় আপ্লুত সুনীল শেট্টি। এক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে সুনীল বলেন, “ও যা করে মন থেকে করে। আথিয়াকে অনস্ক্রিন সরি বলছে ও। ভীষণ মিষ্টি লেগেছে আমার। ওঁদের দুজনের সম্পর্কও ভীষণ সুন্দর। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন, সলমনের সঙ্গে আমার সম্পর্ক আমি প্রতি মুহূর্তে উপভোগ করি। সরি বলতে অনেক দম লাগে… খুব সুন্দর।” এই সরি কাণ্ডের মাঝেই আথিয়া আপাতত প্রেমে মজেছেন। এই মুহূর্তে তিনি ইংল্যান্ডে। ইংল্যান্ডে World Test Championship উপলক্ষে রাহুলের সফরসঙ্গী হয়েছেন আথিয়াও।
দিন কয়েক আগে আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টি। সুনীলের কথায়, “আমার মনে হয় যাঁদের নিয়ে কথা উঠছে তাঁরাই সবচেয়ে বেশি ভাল বলতে পারবে।” এক আন্তর্জাতিক আইওয়ার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর রাহুল-আথিয়া। তা নিয়ে অবশ্য উচ্ছ্বসিত বাবা সুনীল। তাঁর কথায়, “আন্তর্জাতিক ব্র্যান্ড ওঁদের বেছে নিয়েছে। আমার মনে হয় একসঙ্গে ওঁদের বেশ মানায়। ওঁরা বেশ গুড লুকিং কাপল, তাই না? সবশেষে আরও একবার বলি, ওঁদের একসঙ্গে দেখতে বেশ ভাল লাগে, ঠিক কি না?” কায়দা করে এড়িয়ে গেলেও অজান্তে মেয়ের সম্পর্কের কথা কি স্বীকার করেই নিয়েছিলেন সুনীল শেট্টি?
আরও পড়ুন-জন্মদিনের কেক খেয়ে বিপাকে সব্যসাচী!





