SRK: ছেলেকে নিয়ে এ কী বললেন শাহরুখ! বাবাকেও ছাড়ছেন না আরিয়ান?
SRK: সম্প্রতি টি-শার্টের ব্র্যান্ড লঞ্চ করেছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এক দিনের মধ্যেই সেই ব্র্যান্ডের জামা, হুডি সব বিক্রি হয়ে গিয়েছে অনলাইনে।
সম্প্রতি টি-শার্টের ব্র্যান্ড লঞ্চ করেছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এক দিনের মধ্যেই সেই ব্র্যান্ডের জামা, হুডি সব বিক্রি হয়ে গিয়েছে অনলাইনে। কিন্তু দাম শুনে মধ্যবিত্তের মাথায় হাত! টি-শার্ট শুরু ২৫ হাজার টাকা থেকে অন্যদিকে জ্যাকেটের দাম ২ লক্ষ টাকা। জনরোষ বেড়েছে, হচ্ছে ট্রোলিংও। এবার এই ট্রোলিংয়ের মুখে পড়তে হল খোদ শাহরুখ খানকে। তবে ছেলের পাশে দাঁড়ানো নয়, বরং শাহরুখ হাঁটলেন উল্টো দিকেই। টুইটারে এক অনুরাগী শাহরুখকে বলেন, “জ্যাকেটের দাম দয়া করে ১০০০ থেকে ২০০০-এর মধ্যে তৈরি কর। ওগুলো কিনতে গেলে তো বাড়ি বিক্রি হবে।” চাইলেই প্রসঙ্গটি এড়িয়ে যেতে পারতেন শাহরুখ। কিন্তু না, ওই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। লিখেছেন, “আরে ওরা আমাকেও কিছুই সস্তায় বিক্রি করছে না। দাঁড়ান, কিছু একটা করতে হবে।” শাহরুখের আশ্বাসে কিছুটা আশ্বস্ত হয়েছেন ভক্তরা। সাধারণের ধরাছোঁয়ার মধ্যে কবে আরিয়ান পোশাক নিয়ে আসেন, এখন সেটাই দেখার। ‘
Yeh D’Yavol X wale log mujhe bhi sasti nahi bech rahe….kuch karta hoon..!! #Jawan https://t.co/PLW9WUd6mg
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
কিছুদিন আগেই এক ভডকার ব্র্যান্ডে লঞ্চ করেছেন আরিয়ান খান। লঞ্চের দিন আয়োজন করেছিলেন এক পার্টিরও। সেই পার্টিতে হাজির ছিলেন বহু চেনামুখ। সেলেব থেকে শুরু করে স্টারকিড দেখা গিয়েছিল সকলকেই। ওখানেই বাঙালি অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এক ছবি ভাইরাল হয়। যে ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন উনিই বুঝি আরিয়ানের প্রেমিক। তবে সেই ভুল ভেঙে যায় খুব সহজেই। আরিয়ান ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চুপচাপ। অনন্যা পান্ডের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন একসময় শোনা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন থিতিয়ে গিয়েছে।
এই মুহূর্তে জীবনে এগিয়ে চলেছেন আরিয়ান। কিন্তু ২০২১ সাল আরিয়ান খানের জন্য ছিল এক অভিশপ্ত সময়। মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও অতীত পেরিয়ে তিনি আবারও ফিরেছেন মূল স্রোতে। মাদকমামলাতেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি পছন্দ তাঁর। আরিয়ানের আগামী পরিকল্পনা সম্পর্কেও সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন। বাবার প্রযোজনা সংস্থা থেকে ওয়েব সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের কিছু অংশ শেয়ার করে তিনি লেখেন, “অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” কে অভিনয় করছেন তাঁর ছবিতে? সূত্র বলছে, বলিউডের কেউ নয়, শাহরুখের ছেলের ছবির নায়ক নাকি ইজরায়েলের এক অভিনেতা।