কিশোর কুমারেরও পদ্মশ্রী জোটেনি! অরিজিৎকে খোঁচা সোনুর?
২০২২ সালে অবশ্য পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন সোনু। প্রথমে অবশ্য এই সম্মান নিতে চাননি তিনি। এক সাক্ষাৎকার তিনি জানিয়ে ছিলেন, আরও আগে তাঁর এই সম্মান পাওয়া উচিত ছিল।
দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও বাংলার ঘরের ছেলে অরিজিৎ সিংকে পদ্মশ্রী সম্মান দেওয়ার গোটা বাংলা গোটা দেশ উচ্ছ্বসিত। এই সময় দাঁড়িয়ে দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠই হলেন অরিজিৎ সিং। তবে অরিজিতের পদ্মশ্রী পাওয়ায় খুব একটা যেন খুশি হলেন না সোনু নিগম। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করে পদ্ম সম্মান নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন সোনু। অরিজিতের নাম না নিলেও, নেটিজেনরা কিন্তু স্পষ্ট বুঝতেই পারেন, এই বক্তব্যে অরিজিৎকে খোঁচাই দিয়েছেন সোনু।
ভিডিওতে ঠিক কী বলেছেন সোনু?
এই খবরটিও পড়ুন
সোনু বলেন, এদেশে এমন দুজন গায়ক রয়েছেন, যাঁরা গোটা দুনিয়ার গায়কদের অনুপ্রাণিত করে। এর মধ্যে একজনকে অবশ্য পদ্মসম্মান দেওয়া হয়েছে। যিনি হলেন মহম্মদ রফি। তবে আরেক জন পদ্মশ্রী পাননি। তিনি হলেন কিশোর কুমার। মরণোত্তর তো পুরস্কার দেওয়া হচ্ছে?
এখানে শেষ করেননি সোনু। তিনি বলেন, তবে এখনও অনেক গায়ক রয়েছেন, যাঁদের গানের যাত্রা সমৃদ্ধ। যেমন অলকা ইয়াগ্নিক। তিনিও কিছুই পাননি। এর পরেই রয়েছে শ্রেয়া ঘোষাল, দীর্ঘদিন ধরেই তাঁর দারুণ প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন। রয়েছেন সুনিধি চৌহান। নতুন প্রজন্মের কাছে তিনি তো আইডল। তবুও তাঁর কপালে কিছুই জোটেনি।
এই ভিডিওর শেষে অনুরাগীদের উদ্দেশে সোনুর একটিই বার্তা, যোগ্যরা যাতে পদ্মসম্মান থেকে বঞ্চিত না হন। এমনকী, এই ভিডিও আপলোড করে ক্যাপশনে সোনু লিখেছেন, ভারত এবং পদ্ম পুরস্কার থেকে বঞ্চিতরা।
View this post on Instagram
২০২২ সালে অবশ্য পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন সোনু। প্রথমে অবশ্য এই সম্মান নিতে চাননি তিনি। এক সাক্ষাৎকার তিনি জানিয়ে ছিলেন, আরও আগে তাঁর এই সম্মান পাওয়া উচিত ছিল।