Shahrukh Khan: ‘জওয়ান’ দেখার জন্য ভক্তদের অসুস্থ হয়ে যেতে বলছেন শাহরুখ, এ কেমন কথা!
Jawan: একবার নয়, ২-৩বার 'জওয়ান' দেখছেন দর্শক। এ সব দেখে মুগ্ধ কিং। অনুরাগীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।
‘জওয়ান’ জ্বরে ভেসে যাচ্ছে গোটা দেশ। এখনও পর্যন্ত ছবির আয় ৫৩৫ কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন মুলুকেই ৪০০ কোটি টাকার বেশি আয় করেছে এই ছবি। ছবি মুক্তি পেয়েছে সবে ৫ দিন। সব রেকর্ড ভেঙে দিচ্ছে এই ছবি। শাহরুখের অ্যাকশন দেখে মোহিত তাঁর অনুরাগীরা। একবার নয়, ২-৩বার ‘জওয়ান’ দেখছেন দর্শক। এ সব দেখে মুগ্ধ কিং। অনুরাগীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি।
নাগপুর, মহারাষ্ট্রে কিংয়ের ফ্যান ক্লাবগুলি ক্রমাগত পোস্ট করে চলেছে দর্শকের দ্বিতীয়ার ‘জওয়ান’ দেখার ফটো এবং ভিডিয়ো। একটি ছবিতে এক অনুরাগী গলা ফাটিয়ে বলছেন, “‘জওয়ান’ ব্লকবাস্টার।” অন্য একটি ভিডিয়োতে শোনা যাচ্ছে এক অনুরাগী বলছেন, “দিলওয়ালে এসআরকেইয়ান্স ফের সিঙ্গল স্ক্রিনে ‘জওয়ান’ দেখছে নাগপুরে।” কিংও ধন্যবাদ জানিয়েছেন নাগপুরকে। আর যাঁরা এখনও ‘জওয়ান’ দেখেননি, তাঁদের উদ্দেশে শাহরুখ বলেছেন, “ধন্যবাদ নাগপুর। এবার অফিসে বলুন আপনারা অসুস্থ এবং সপ্তাহান্তে ফের ছবিটা দেখে আসুন।” বলেই হেসেছেন তিনি।
তারই মধ্যে, এক অনুরাগীর ভিডিয়ো মন ছুঁয়েছে কিং খানের। সেই অনুরাগী তাঁর ৮৫ বছর বয়সি ঠাকুমার ভিডিয়ো তৈরি করেছেন এবং লিখেছেন, “প্রিয় শাহরুখ খান। আমার ৮৫ বছর বয়সি ঠাকুমা আপনার অনেক বড় ভক্ত। তিনি আপনার প্রত্য়েকটি ছবি দেখেন। তাঁর ‘জওয়ান’ ভাল লেগেছে। তিনি আপনাকে খুব ভালবাসেন।”
এই ভিডিয়ো দেখে শাহরুখও চুপ থাকেননি। তিনি লিখেছেন, “ধন্যবাদ ঠাকুমা। আপনাকে অনেক-অনেক ভালবাসা জানাই। আমি আশা করি আগামীতেও আমার ছবির মধ্যমে আপনার ঠোঁটে হাসি ফোটাতে পারব।”