Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dharmendra: গুরুতর অসুস্থ ধর্মেন্দ্রকে নিয়ে বিদেশে পাড়ি সানি দেওলের? জানুন সত্যি

Dharmendra: প্রসঙ্গত, এ বছরই মুক্তি পেয়েছে ধর্মেন্দ্রর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ছবিটি বক্স অফিসে হিট হয়েছে। শুধু কি তাই? ছবিতে ধর্মেন্দ্র ও শাবানা আজমির একটি লিপলকের দৃশ্য ছিল।

Dharmendra: গুরুতর অসুস্থ ধর্মেন্দ্রকে নিয়ে বিদেশে পাড়ি সানি দেওলের? জানুন সত্যি
গুরুতর অসুস্থ ধর্মেন্দ্রকে নিয়ে বিদেশে পাড়ি সানি দেওলের?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 10:48 PM

গতকাল অর্থাৎ সোমবার থেকেই রটেছে ধর্মেন্দ্র নাকি বেজায় অসুস্থ। বড় ছেলে সানি দেওল নাকি তাই বাবাকে নিয়ে তড়িঘড়ি ছুয়েছেন মার্কিন মুলুকে। এও শোনা গিয়েছিল, সেখানেই নাকি হবে তাঁর বাবার চিকিৎসা। আপাতত দিন কুড়ি থাকতে হবে, জানা যায় তেমনটাই। এ ব্যাপারে যখন ভক্তমহলে উৎকণ্ঠা ক্রমশ বাড়ছিল, তখন মুখ খুললেন সানি দেওল। তাঁর টিমের পক্ষ থেকে সংবাদমাধ্যমে কী জানান হল জানেন? তাঁদের দাবি, মোটেও ধর্মেন্দ্র অসুস্থ নন। বিদেশে গিয়েছেন এ কথা ঠিক। তবে চিকিৎসা করাতে নয়। বাবা ছেলে ঘুরতেই নাকি পাড়ি দিয়েছে মার্কিন মুলুকে। কুড়ি দিনের যে হিসেব রটেছে তাও নাকি সত্যি নয়।

তাঁরা জানাচ্ছেন, আগামী ১৬ সেপ্টেম্বরই তাঁরা ফিরবেন দেশে। এ বছরই মে মাসে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ধর্মেন্দ্র নিজেই জানান, পেশীতে ব্যথা হয়েছিল তাঁর। দু’তিন দিন বেশ ঝামেলার মধ্যেই পড়তে হয় তাঁকে। তবে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। ধর্মেন্দ্রর বয়স হয়েছে, তাই তাঁকে নিয়ে খবর রটলে স্বাভাবিক ভাবেই ভক্তদের মনেও উৎকণ্ঠার উদ্রেক হয়। তবে সানির টিমের আশ্বাসবাণীতে কিছুটা হলেও স্বস্তিতে তাঁরা।

প্রসঙ্গত, এ বছরই মুক্তি পেয়েছে ধর্মেন্দ্রর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিটি বক্স অফিসে হিট হয়েছে। শুধু কি তাই? ছবিতে ধর্মেন্দ্র ও শাবানা আজমির একটি লিপলকের দৃশ্য ছিল। তা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও রসিকতা করে ধর্মেন্দ্র বলেছিলেন, “এ তো আমার বাঁ হাতে খেলা। ডান হাত দিয়ে যদি কিছু করাতে চাও তাও করিয়ে নিতে পার।”