Jawan Box Office: হলিউডকে পিছনে ফেলে দিতে পারে ‘জওয়ান’, ৪ দিনে মোট আয় ৫৩৫ কোটি!

Shahrukh Khan: পুরনো চাল ভাতে বাড়ে! প্রমাণ করেছে শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জওয়ান'।

Jawan Box Office: হলিউডকে পিছনে ফেলে দিতে পারে 'জওয়ান', ৪ দিনে মোট আয় ৫৩৫ কোটি!
'জওয়ান'-এ শাহরুখ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 2:18 PM

৪ বছর পর ফিরে এসে বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছেন শাহরুখ খান। একটা সময় একেবারেই ভাল ছবি তৈরি করতে পারছিলেন না বাদশাহ। কিন্তু এখন পুরো খেলাটাই পাল্টে গিয়েছে। বদলে গিয়েছে আপামর। শাহরুখ ফের সত্যি করেছেন তাঁকে নিয়ে তৈরি সেই পুরনো প্রবাদ ‘… শাহরুখ খান সেলস’ (শাহরুখ বিক্রি হন)। সেই কারণেই মুক্তির ৪ দিনের মাথায় ৫০০ কোটির ব্য়বসা করে ফেলেছে ছবি। কেবল কী তাই! ছবিতে রয়েছে নির্ভেজাল বিনোদন। যা মাস, অর্থাৎ আমজনতার মাথার উপর দিয়ে কখনওই উড়ে যাবে না। ছবিটি মোট ব্যবসা করেছে ৫৩৫ কোটি।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

কেবলমাত্র আমেরিকা থেকেই ‘জওয়ান’ ব্যবসা করেছে ৪৭৩ কোটি টাকা। এই অঙ্কের টাকার ব্যবসা করে হলিউডকেও মাত করতে চলেছে ‘জওয়ান’। এমনকী, সপ্তাহ শেষে ছাপিয়ে গিয়েছে ‘ওপেনহাইমার’, ‘বার্বি’র মতো বলিউড ছবিকেও।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। সেই দিনটিকে বলা হয়েছিল ‘জওয়ান ডে’। ছবি মুক্তির অগ্রিম বুকিং বলে দিচ্ছিল বক্স অফিসে ঝড় উঠিয়ে দেবে ‘জওয়ান’। ছবিতে একাধিক লুকে দেখা যায় শাহরুখকে। কখনও ব্যান্ডেজে মোড়া, তো কখনও মাথা ন্যাড়া। রোম্যান্টিক শাহরুখের অ্যাকশন দেখে প্রমাণিত হয়েছে, যে কোনও বয়সে যা কিছু করতে পারেন তিনি।

শাহরুখের এই ছবিটি দক্ষিণী ঘরানায় তৈরি। জানুয়ারি মাসে ‘পাঠান’ মুক্তি পাওয়ার ৯ মাস পর মুক্তি পেল ‘জওয়ান’। ছবির পরিচালক অ্যাটলি কুমার। ছবিতে প্রধান নারীচরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন তাঁর প্রিয় কোস্টার দীপিকা পাড়ুকোনও।