Shahrukh-Salman: সমলনের জন্য এক অভিনেত্রীর বাড়ির দরজায় সম্বন্ধ নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ

Shahrukh-Salman Friendship: সলমনের জীবনে বিয়ে নামক বিষয়টি না ঘটলেও, প্রেম আসে একাধিকবার। অতীতে সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভাইজানের। কিন্তু অনেকবার বিয়ের কথা উঠলেও 'কবুল' বলেননি তিনি। বর্তমানে লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় সলমনের। কিন্তু লুলিয়া জানিয়েছেন, তিনি এবং সলমন কেবলই ভাল বন্ধু।

Shahrukh-Salman: সমলনের জন্য এক অভিনেত্রীর বাড়ির দরজায় সম্বন্ধ নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ
তালিকা থেকে বাদ পড়েননি আলিয়া ভাট, সলমন খান থেকে শুরু করে বরুণ ধাওয়ান। কারও শোয়ার দোষ, কারও আবার অভ্যাস, চলুন জেনে নেওয়া যাক সেলেব সিক্রেট।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 11:53 AM

‘করণ অর্জুন’ ছবিতে দর্শক তাঁদের ‘ব্রো’ (ভাই) রোম্যান্স দেখেছিলেন ১৯৯৫ সালে। তারও আগে থেকে চরম ভাল বন্ধুত্ব শাহরুখ খান এবং সলমন খানের। সর্বদাই একে-অপরের পাশে থাকেন তাঁরা। কিন্তু জানেন কি, এই সলমনের ‘আইবুড়ো’ নাম ঘোচানোর অনেক চেষ্টা করেছিলেন শাহরুখ। তাঁর জন্য এক বলিউড অভিনেত্রীর বাড়ির দরজায় হাজির হয়েছিলেন কিং খান। সেই অভিনেত্রীকে দিয়েছিলেন সলমনকে বিয়ে করার প্রস্তাবও।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার আগে থেকেই শাহরুখ খানের সঙ্গে সম্পর্ক ছিল গৌরী খানের। স্কুলের সেই বান্ধবীকেই বিয়ে করেছিলেন শাহরুখ। এবং এখনও পর্যন্ত গৌরীই তাঁর জীবনের একমাত্র নারী। তাই সলমনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর স্বাভাবিকভাবেই তাঁর বিয়ে দিতে তৎপর হয়ে উঠেছিলেন শাহরুখ। বন্ধু সংসারি হোক, কে না চায়! তাই এক বলিউড অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন সলমনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। যদিও শাহরুখের সেই প্রয়াস কখনওই বাস্তবায়িত হয়নি। ৫৭ বছর বয়স হয়ে গিয়েছে সলমন খানের। কিন্তু এখনও তিনি অবিবাহিতই রয়েছেন।

সলমনের জীবনে বিয়ে নামক বিষয়টি না ঘটলেও, প্রেম আসে একাধিকবার। অতীতে সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভাইজানের। কিন্তু অনেকবার বিয়ের কথা উঠলেও ‘কবুল’ বলেননি তিনি। বর্তমানে লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় সলমনের। কিন্তু লুলিয়া জানিয়েছেন, তিনি এবং সলমন কেবলই ভাল বন্ধু।