Shehnaaz Gill: সলমন খানের নম্বর ব্লক? কেন এই সিদ্ধান্ত নেন শেহনাজ়

Secret: এরপরই সলমন খানকে ফোন করেন তিনি। আর আসে ছবির প্রস্তাব। ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি।

Shehnaaz Gill: সলমন খানের নম্বর ব্লক? কেন এই সিদ্ধান্ত নেন শেহনাজ়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 5:22 PM

শেহনাজ গিলের প্রথম বড় ব্রেক ‘কিসি কি ভাই কিসি কি জান’। এই ছবির ট্রেলার লঞ্চ ছিল সোমবার (১০.৪.২০২৩)। সলমন খানের হাত ধরেই বলিউডে প্রথম পা রাখা। ট্রেলার লঞ্চে সলমনের পেছনেই দাঁড়িয়ে ছিলেন শেহনাজ। হঠাৎই সলমন তাঁকে বলেন, “মুভ অন করে যাও” অর্থাৎ অতীত ভুলে জীবনে এগিয়ে যাওয়ারই পরামর্শ দেন তিনি। শেহনাজও উত্তর দেন, “করে গিয়েছি”। সলমন খান প্রথম থেকেই শেহনাজ়ের পাশে ছিলেন। সিদ্ধার্থ শুক্লা প্রয়াত হওয়ার পর সলমনই তাঁর জীবনে গডফাদার হয়ে গিয়েছিলেন। সলমন খান নিজে হাতে করে বলিউডে শেহনাজ় গিলকে নিয়ে এলেন। তবে এই ছবির প্রস্তাব পাওয়ার কাহিনি আপনাকে চমকে দিতে পারে।

বর্তমানে গোটা টিম ব্যস্ত ছবির প্রচারে। সলমন খান সহ তাঁর টিম সম্প্রতি হাজির হয় দ্য কপিল শর্মা শোয়ে। সেখানেই শেহনাজ গিলকে বলতে শোনা যায়, তিনি নাকি প্রথমে সলমন খানের ফোনটাই ধরনেনি। ঘুরতে গিয়েছিলেন। অমৃতসরে থাকার সময় প্রথম এক অজ্ঞাত নম্বর থেকে শোন আসে। তিনি ফোনটি ধরতে না চেয়ে ব্লক করে দিয়েছিলেন। পরবর্তীতে জানতে পারেন, নম্বরটা ছিল সলমন খানের। আর তিনি ছবির প্রস্তাব দেওয়ার জন্যই শেহনাজ়কে ফোন করেছিলেন।

এরপরই সলমন খানকে ফোন করেন তিনি। আর আসে ছবির প্রস্তাব। ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। ঝড়ের গতিতে ভাইরাল শেহনাজ়ের লুক। তবে ইতিমধ্যেই শেহনাজ়ের হাতে এসেছে একাধিক ছবির কাজ। নিজের শো নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।

অন্যদিকে সম্পর্ক ঘিরেও বলিউডে ডেবিউ করতে চলেছে শেহনাজ গিল ওই ছবিতেই তাঁর সহঅভিনেতা রাঘব। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাঘবের সঙ্গেই নাকি রোম্যান্স ঘন হয়েছে তাঁর। এমনকি তাঁর একসঙ্গে চুপিসারে ঘুরতেও গিয়েছেন বলে শোনা যায়। এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। দুজন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও। সম্প্রতি এক সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও কিন্তু ওই পুরস্কার তিনি নিবেদন করেছিলেন সিদ্ধার্থের স্মৃতির উদ্দেশে। তাই সেই কথা মনে করিয়ে দিয়েই অনেককেই এবারেও পাশে পেয়েছেন শেহনাজ। ট্রোলারদের বিরুদ্ধে গিয়ে তাঁদের পাল্টা প্রশ্ন, “একটা মানুষ কি সারাজীবন একই জায়গায় আটকে থাকবে? জীবনে এগিয়ে যেতে চাইলেই সেটা দোষের?”