Sunny Deol Struggle: ‘নির্বোধ’-এর তকমা জুটেছিল সানি দেওলের কেরিয়ারে, জানুন তাঁর ‘অজানা’ রোগের কথা

Bollywood Gossip: সমস্যা ছিল সংলাপ বলায়। প্রাথমিকভাবে অনেকেই ছিলেন যাঁরা সানি দেওলকে এই সমস্যার জন্য ট্রোল্ড করতেন। কটাক্ষ করতেন। নিন্দুকদের মুখ বন্ধ করতে পারতেন না তিনি। তবে পরিশ্রম করতেন প্রচুর। 

Sunny Deol Struggle: ‘নির্বোধ’-এর তকমা জুটেছিল সানি দেওলের কেরিয়ারে, জানুন তাঁর ‘অজানা’ রোগের কথা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2023 | 1:25 PM

সকলেরই জীবনে কম বেশি লড়াই থাকে। কেউ হয়তো খুব সহজে সুযোগ পেয়ে যান, কিন্তু নিজের জায়গা ধরে রাখার লড়াই বর্তমান থাকে। কেউ আবার হয়তো কেরিয়ার শুরু করার সময়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। সানি দেওল স্টারকিড। ধর্মেন্দ্র যাঁরা বাবা তাঁকে বলিউডে কাজ পেতে যে খুব একটা লড়াই করতে হবে এমনটা কখনই সত্যি নয়। কিন্তু সানি দেওল কাজ শুরুর পর বুঝেছিলেন তাঁর জন্য কঠিন হয়ে উঠছে কোন পরিস্থিতি? সমস্যা ছিল সংলাপ বলায়। প্রাথমিকভাবে অনেকেই ছিলেন যাঁরা সানি দেওলকে এই সমস্যার জন্য ট্রোল্ড করতেন। কটাক্ষ করতেন। নিন্দুকদের মুখ বন্ধ করতে পারতেন না তিনি। তবে পরিশ্রম করতেন প্রচুর।

কারণ কী জানেন? তাঁর রোগ। অনেকেই হয়তো জানতেন না যে সানি দেওল ডিসলেক্সিয়াতে ভুগতেন। তাঁর পড়তে তাঁর কথা বলতে সমস্যা হত। সংলাপ বলতে গিয়ে হোঁচট খেতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়,  ”আমায় অনেকেই নির্বোধ বলতেন। সংলাপ পড়তে সমস্যা হত। তাই অনেক আগে সংলাপ চেয়ে নিতাম। বারবার তা পড়তাম। মুখস্থ করে নিতাম। সকলকে বলতাম আমায় হিন্দিতে সংলাপ দিতে। দ্রুত পড়তে পারতাম না। তাই এতবার পড়তাম যাতে তা আমার মুখস্থ হয়ে যায়। তাতেও সমস্যা থাকত। ”

যে অভিনেতা একের পর এক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন, যে অভিনেতাকে একটা সময়ের পর দর্শক ভুলেও গেল, তিনিই এখন ৬০০ কোটির বেশি টাকার ব্যবসা এনে দিয়েছিলেন বক্স অফিসে। গদর ২ ছবি ব্যপক হিট করে। এখন তাঁর কাছে একাধিক ছবির প্রস্তাব। একইভাবে ছন্দে ফিরেছেন ববি দেওল। চলতি বছর এই দুইভাই প্রমাণ করলেন, তাঁরা এখনও ব্রাত্য হয়ে যাননি, চাইলেই তাঁদের থেকে মোটা টাকা আয় করাই যায়। সুযোগের অপেক্ষা…।