Shocking News: ‘সুশান্ত বেঁচে আছে?’ হৃত্বিকের পাশে দাঁড়িয়ে কে ওটা…চমকে ওঠে নেটপাড়া

Sushant Comeback: মৃত্যুর দুবছর পর সুশান্ত সিং রাজপুতকে দেখলেন! নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না ভক্তরা...

Shocking News: 'সুশান্ত বেঁচে আছে?' হৃত্বিকের পাশে দাঁড়িয়ে কে ওটা...চমকে ওঠে নেটপাড়া
Follow Us:
| Edited By: | Updated on: Feb 23, 2023 | 3:00 PM

হৃত্বিক রোশন অভিনীত ছবি বিক্রম বেধা যখন মুক্তি পায় তখন কোথায় সুশান্ত সিং রাজপুত! ততদিনে অভিনেতার ভক্তরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছে তাঁর প্রিয় স্টার আর নেই। না ফেরার দেশে সুশান্ত সিং রাজপুত। তবুও অভিনেতার অকাল প্রয়াণ যেন মেনে নিতে নারাজ নেটপাড়া। একটা একটা করে বছর চলে যাচ্ছে, তবুও যেন ঘোর কাটছে না সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শোকের। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে উঠে আসতে দেখা যায় তাঁর প্রয়াত অভিনেতাকে ঘিরে নানা প্রসঙ্গ। এবারও তবে এ কী ঘটল! না, কোনও অতীত নয়, সুশান্ত প্রয়াণের বছর খানেকপর সুশান্তের দেখা মিলল! তাও আবারও হৃত্বিক রোশনের পাশে!

ছবি শেয়ার হতেই এক পলকে সকলেই চমকে ওঠে। অভিনেতার মৃত্যু শোক ভুলে সকলেই যেন বাস্তবকে অস্বীকার করতে চায়। কমেন্ট বক্সকে একটাই মন্তব্য, হঠাৎ যেন মনে হল- ‘সুশান্ত বেঁচে আছে?’ বিক্রম বেধা ছবির এক অ্যাকশন দৃশ্য, যেখানে হৃত্বিক রোশকনের পাশে দাঁড়িয়ে হুবহু দেখতে সুশান্ত। ছবির পিছনে থাকা রহস্য কি! আসলে তিনি হলেন ছবিতে থাকা হৃত্বিক রোশনের বডি ডবল। অর্থাৎ ছবির স্টান্ট ম্যান। হৃত্বিকের বেশে অধিকাংশ স্টান্টই এই ছবিতে তিনি করেছেন।

নাম মনসুর আলি খান। কি! মনসুর নামটা শুনেও অবাক লাগল তো! কেদারনাথ ছবিতে এই নামটিই ছিল সুশান্ত সিং রাজপুতের চরিত্রের। বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল এই ছবি। অনেকেই দুচোখ ভরে এই ছবি দেখছেন, যদি সুশান্ত থাকতেন, যদি বিক্রম বেধার হৃত্বিকের চরিত্রের প্রস্তাব তিনি পেতেন, তবে তাঁকে এমনই দেখতে লাগত। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে স্টান্টম্যান মনসুরের ছবি।