Karishma Kapoor: মদ্যপ, ধূমপানে আসক্ত! রাতদিন এক করে বাংলা শেখা, ‘অস্বস্তি’তে করিশ্মা
Brown: এই প্রসঙ্গে ইটাইমসের কাছে মুখ খুলে অভিনেত্রী জানান, রীতিমত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে এই ছবি করতে গিয়ে।
কারিশ্মা কাপুর, কাপুর পরিবারের প্রথম কন্যা সন্তান যিনি একটা সময় বলিউড দাপিয়ে বেড়িয়েছিলেন। একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন তিনি বলিউডে। সমসাময়িক অভিনেত্রীদের কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছিলেন করিশ্মা কাপুর। তাঁকে দেখে রীতিমত অস্বস্তিতে থাকতেন করিনা কাপুর। ভাবতেন দিদির মতো তিনি কি পারবেন অভিনয় জগতে দাপিয়ে বেড়াতে। সেই সেলেবই একটা সময় নিজেকে গুঁটিয়ে নিয়েছিলেন সিনেদুনিয়া থেকে। বিয়ের পরই সবটা পাল্টে যায় করিশ্মা কাপুরের জীবনে। সেই বৈবাহিক জীবন যে মোটেও সুখের ছিল না, তাও এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর বিভিন্ন মন্তব্যে। তবে কোথাও গিয়ে নিজেকে বলিউড থেকে সরিয়ে নেওয়ার আক্ষেপ আজও কাজ করে তাঁর মনে। বর্তমানে বেশ কিছুবছর বিরতির পর বলিউডে আবারও ফিরতে মরিয়া করিশ্মা কাপুর।
একের পর এক কাজের প্রস্তাব আসছে তাঁর হাতে। এবার মুখ খুললেন তিনি তাঁর শো ব্রাউন নিয়ে। যদিও এখন ব্রাউন মুক্তি পায়নি, তবে তারই আগে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নেয় এই শো। সেখানের দর্শকদের মাঝে বেশ প্রশংসিত করিশ্মা কাপুরের এই কাজ। সম্প্রতি এটি জার্মানেরও দেখানো হয়। এই প্রসঙ্গে ইটাইমসের কাছে মুখ খুলে অভিনেত্রী জানান, রীতিমত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে এই ছবি করতে গিয়ে।
অ্যাঙ্গো ইন্ডিয়ান পুলিশ চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্র মূলত কলকাতা নির্ভর। তাই রীতিমত বাংলাও শিখতে হয়েছিল তাঁকে। তবে এই চরিত্র বেশ চ্যালেঞ্জিং ছিল করিশ্মার কাছে। অতীতে অনেক কঠিন চরিত্রে অভিনয় করলেও তিনি কোথাও গিয়ে যেন অস্বস্তিতে ভুগতেন এই ছবির চরিত্র নিয়ে। চেইন স্মোকার অর্থাৎ ধূমপানে আসক্তি, মাদক সেবন সবই ছিল এই চরিত্রের একটা অংশ। তবে কাজের দিক থেকে এই ব্রাউন সত্যই করিশ্মার কাছে ভীষণ সুখ কর।
করিশ্মা কাপুর জানান, সবটা শুনে প্রথমে তাঁর মনে হয়েছিল, সত্যি কি তাঁর এই চরিত্রটা করা উচিত! পরবর্তীতে পরিচালক যখন তাঁকে সবটা বোঝায় তখন তিনি স্থির করেন কাজটা তিনি করবেন, এবং এই চ্যালেঞ্জটাও গ্রহণ করবেন।