ISRO Space Docking: জুড়ে গেল দুই কৃত্রিম উপগ্রহ! রুশ-চিনের মতোই মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়ল ভারত
ISRO Space Docking: দু'টি ভিন্ন কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুতে আনার প্রক্রিয়াকেই বলে স্পেস ডকিং পদ্ধতি। এটি মহাকাশ গবেষণার একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এদিন স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২, এই দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করল ইসরো।
কলকাতা: লক্ষ্মীবারে সফল ইসরো। গড়ল নতুন ইতিহাস। রাশিয়া, আমেরিকা ও চিনের মতোই বিশ্বের বড় বড় দেশের পাশেই নাম লেখাল ভারত। সাফল্য পেল মহাকাশ গবেষণা সংস্থার নতুন ভাবনা।
ঘটনাটা ঠিক কী?
মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে সংযুক্ত হল ইসরোর দু’টি স্যাটালাইট। রাশিয়া, আমেরিকা এবং চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই ভাবনায় সাফল্য লাভ ভারতের। ফলত, মহাকাশে স্টেশন তৈরিতে আরও প্রশস্ত হল ভারতের পথ।
গত ১২ জানুয়ারি ১৫ মিটার থেকে ৩ মিটার পর্যন্ত কাছাকাছি আনার পর মহাকাশ স্টেশন তৈরিতে সাহায্যকারী দুই উপগ্রহকে একই বিন্দু আনার কথা ঘোষণা করে ইসরো। এবার সেই একই বিন্দুতে আনার মিশন বা স্পেস ডকিং প্রক্রিয়ায় সাফল্য অর্জন করেছে ভারত।
এদিন ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় যে, ‘ইতিহাস গড়ল ভারত। সফল হল স্পেস ডকিং প্রক্রিয়া। স্পেডেক্স মিশনের আওতায় সফল হল দুই কৃত্রিম উপগ্রহের মধ্যে চলা স্পেস ডকিং প্রক্রিয়া। বিশ্বের মধ্যে চতুর্থ দেশের স্থান পেল ভারত’।
SpaDeX Docking Update:
🌟Docking Success
Spacecraft docking successfully completed! A historic moment.
Let’s walk through the SpaDeX docking process:
Manoeuvre from 15m to 3m hold point completed. Docking initiated with precision, leading to successful spacecraft capture.…
— ISRO (@isro) January 16, 2025
কী এই স্পেস ডকিং?
দু’টি ভিন্ন কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুতে আনার প্রক্রিয়াকেই বলে স্পেস ডকিং পদ্ধতি। এটি মহাকাশ গবেষণার একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এদিন স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২, এই দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করল ইসরো।
কেন এই পরিকল্পনা?
জানা গিয়েছে, মহাকাশে স্টেশন স্থাপন করতেই ব্যবহার করা হয় স্পেস ডকিংয়ের মতো জটিল প্রক্রিয়া। আর এবার সেই লক্ষ্যেই প্রথম দফা সাফল্য অর্জন করল ভারত। এর আগে সফল হয়েছিল রাশিয়া, আমেরিকা ও চিনের মতো বড় বড় দেশ।