করিনা ও দুই সন্তানকে বাঁচাতে গিয়েই ছুরি মুখে সইফ, সত্যতা জানাল পুলিশ
Attack on Saif Ali Khan: সইফের কানে আওয়াজ যেতেই তিনি তৎপর হয়ে ওঠেন। বিষয়টি থামানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনায় সইফ আলি খান গুরুতর আহত হন।
বলিউড অভিনেতা সইফ আলি খান সকাল থেকেই খবরের শিরোনামে। বুধবার মধ্যরাতে ছুরির আঘাতে গুরুতর আহত হন তিনি। মুহূর্তে তদন্তে নামে স্থানীয় পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে করিনা-সইফের বাড়িতে পৌঁছায় ফরেন্সিকের একটি টিমও। মুম্বই পুলিশের পক্ষ থেকে এদিন জানানো হয়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফের বাড়িতে ঢুকে পরিচারিকার সঙ্গে ঝগড়া শুরু করে। সইফের কানে আওয়াজ যেতেই তিনি তৎপর হয়ে ওঠেন। বিষয়টি থামানোর চেষ্টা করলে ওই ব্যক্তি তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনায় সইফ আলি খান গুরুতর আহত হন।
মুম্বই পুলিশ সূত্রে প্রাথমিক খবরে জানা গেছে, হামলার সময় সাইফ তাঁর স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানদের সঙ্গে বাড়িতে ছিলেন। সাইফ তাঁদের রক্ষা করতে গিয়েই নাকি ছুরির আঘাতে আহত হন। তাঁকে দ্রুত বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে সইফ বিপদমুক্ত।
এ ঘটনায় বান্দ্রা পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। পাশাপাশি, মুম্বই ক্রাইম ব্রাঞ্চও পৃথকভাবে এই ঘটনার তদন্ত চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীকে খোঁজার চেষ্টা চলছে। যাকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন বলেই দাবি করে চলেছেন। এই ঘটনায় ভয় ছড়িয়ে মুম্বই নগরীতে। উঠছে সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল এই খবর। সকলেই সইফের দ্রুত আরোগ্য কামনা করছেন।