‘এক দিনের জন্যও তো ভালবেসেছিলাম’, কাঞ্চনকে গাড়ি থেকে কল্যাণের নামিয়ে দেওয়ায় ‘বুক ফেটেছিল’ পিঙ্কির

৯ মাস আগের কথা। শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। জনসমক্ষে তৃণমূল বিধায়ককে অপমান করেছিলেন তৃণমূল সাংসদ। যুক্তি হিসাবে বলা হয়েছিল কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা নাকি রিয়্যাক্ট করছেন।

'এক দিনের জন্যও তো ভালবেসেছিলাম', কাঞ্চনকে গাড়ি থেকে কল্যাণের নামিয়ে দেওয়ায় 'বুক ফেটেছিল' পিঙ্কির
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 4:52 PM

৯ মাস আগের কথা। শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। জনসমক্ষে তৃণমূল বিধায়ককে অপমান করেছিলেন তৃণমূল সাংসদ। যুক্তি হিসাবে বলা হয়েছিল কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা নাকি রিয়্যাক্ট করছেন। যদিও অনেক দিন হয়ে গেল ঘটেছে সেই ঘটনা। প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন।

অভিনেতার ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন জনগণের উপর প্রভাব ফেলবে এমটাই বলা হয়েছিল। যদিও সেই বিতর্ক এখন অতীত। কিন্তু এখনও পিঙ্কি, কাঞ্চন বা শ্রীময়ীকে দেখলে এমন অনেক বিতর্কিত প্রসঙ্গই উঠে আসে। সম্প্রতি ভাইরাল হয়েছে পিঙ্কির একটি ভিডিয়ো। যেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, জিপ থেকে কাঞ্চনকে কল্যাণের নামিয়ে দেওয়া কোথাও গিয়ে কি মনে হয়েছিল একমাত্র কল্যাণবাবুই পিঙ্কির মনের জ্বালা যন্ত্রণা বুঝতে পেরেছে? না প্রশ্ন শুনে বিন্দুমাত্র রাগ করেননি তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন নিজের মত।

অভিনেত্রী বলেন, “ওই ঘটনাটা খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। এমন অনেক কিছু ঘটনা ঘটে যে বুঝতে পারা যায় না সেটাতে আনন্দ পাওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত। সত্যি বলছি সেই মুহূর্তে আমার খারাপ লেগেছিল। প্রথমে খারাপ লেগেছিল। যদি খারাপ না লাগত তাহলে মনে হত একদিনের জন্যও মানুষটাকে আমি ভালবাসিনি। আমি বুঝতে পারছিলাম না কী প্রতিক্রিয়া দেওয়া উচিত। সত্যিই রাজনীতিটা আমি বুঝি না।” উল্লেখ্য, এই মুহূর্তে ছেলে ওশকে নিয়েই পিঙ্কির জগত্‍। আর অন্য দিকে কাঞ্চন শ্রীময়ী গুছিয়ে সংসার করছেন। তাঁদের একটি মেয়েও হয়েছে।