Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka-Don 3: ‘ডন থ্রি’তে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত রোমা চরিত্রে এই অভিনেত্রীকে দেখতে চেয়েছেন নেটিজ়েনরা

Priyanka Chopra: ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত 'ডন' ছবিটি। ছবির রিমেক তৈরি হয় ৩৫ বছর পর। 'ডন ২' ছবিতে ডনের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। প্রিয়াঙ্কার সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন আরও এক বলিউড ডিভা। তিনি করিনা কাপুর খান। তবে শাহরুখের জায়গায় এবার 'ডন থ্রি'তে অভিনয় করছেন রণবীর সিং। কতখানি জমবে ছবি, তা বলবে সময়।

Priyanka-Don 3: 'ডন থ্রি'তে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত রোমা চরিত্রে এই অভিনেত্রীকে দেখতে চেয়েছেন নেটিজ়েনরা
কে তিনি?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 2:17 PM

তৈরি হচ্ছে ‘ডন’ ফ্রাঞ্চাইজ়ি তৃতীয় সংস্করণ ‘ডন থ্রি’। ছবিতে ‘ডন’-এর চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। এই খবর কিছুদিন ধরেই বলিউডের আকাশে-বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ছবিতে নাকি নাও থাকতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘ডন ২’ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল রোমার চরিত্রে। প্রিয়াঙ্কা না থাকলে, রোমা হবেন কে? নেটিজ়েনরা নাম নিয়েছেন এক অভিনেত্রীর। কে তিনি?

তিনি সেই অভিনেত্রী, যাঁর সঙ্গে নাম জড়িয়েছে দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর। তিনি শোভিতা ধুলিপালা। শোভিতাকেই নেটিজ়েনরা দেখতে চাইছেন রোমার চরিত্রে। বিষয়টি শোভিতাকে বিপুল আনন্দ দিয়েছে। যারপরনাই তিনি উচ্ছ্বসিত।

উচ্ছাস প্রকাশ করে শোভিতা প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, “‘ডন ২’ ছবিতে রোমার চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। সেই চরিত্রে আমাকে দেখতে চেয়েছেন নেটিজ়েনরা। সেটা একটা অসামান্য বিষয়। কী বলব নেটিজ়েনদের বুঝে উঠতে পারছি না। একইসঙ্গে এই চরিত্রটি করার স্বপ্নের মতো।” তবে শোভিতাই ‘ডন থ্রি’তে রোমার চরিত্রে অভিনয় করবেন কি না, তা এখনও জানা যায়নি।

১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবিটি। ছবির রিমেক তৈরি হয় ৩৫ বছর পর। ‘ডন ২’ ছবিতে ডনের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। প্রিয়াঙ্কার সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন আরও এক বলিউড ডিভা। তিনি করিনা কাপুর খান। তবে শাহরুখের জায়গায় এবার ‘ডন থ্রি’তে অভিনয় করছেন রণবীর সিং। কতখানি জমবে ছবি, তা বলবে সময়।