Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Randeep Hooda: ‘মদ্যপ’ অবস্থায় পার্টিতে এ কী কাণ্ড? স্ত্রীকে দেখে অপ্রস্তুতে রণদীপ

Viral Video: সেখানেই রণদীপের সামনে জমিয়ে নাচ নতুন বউয়ের। থামতেই চাইলেন না তিনি। দেখে লজ্জায় মুখ ঢাকলেন অভিনেতা। ভিডিয়ো ভাইরাল হতে অনেকেরই মত, মদ্যপ অবস্থায় ছিলেন তাঁর স্ত্রী। যা দেখে বেজায় অস্বস্তিতে পড়তে হয় রণদীপ হুডাকে।

Randeep Hooda: 'মদ্যপ' অবস্থায় পার্টিতে এ কী কাণ্ড? স্ত্রীকে দেখে অপ্রস্তুতে রণদীপ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 7:44 PM

লিন লাইশরাম সেলিব্রিটি, বেশ কিছুদিন ধরেই তিনি চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। কারণ একটাই, তিনি এখন রণদীপ হুডার স্ত্রী। ডিসেম্বর মাসেই চার হাত এক হয়েছে তাঁদের। এখনও চলছে সেই সেলিব্রেশন। রিসেপশন পার্টি থেকে শুরু করে, বিভিন্ন ক্ষেত্রে এখন তাঁদের সেলিব্রেশন মুড অন। তবে এবার কোন ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে উঠল? রণদীপ ও লিনকে দেখা গেল পার্টি করতে। সেখানেই রণদীপের সামনে জমিয়ে নাচ নতুন বউয়ের। থামতেই চাইলেন না তিনি। দেখে লজ্জায় মুখ ঢাকলেন অভিনেতা। ভিডিয়ো ভাইরাল হতে অনেকেরই মত, মদ্যপ অবস্থায় ছিলেন তাঁর স্ত্রী। যা দেখে বেজায় অস্বস্তিতে পড়তে হয় রণদীপ হুডাকে।

কয়েকদিন আগেই ভাইরাল হয়েছিল আরও এক ভিডিয়ো। যখন বিয়ের পর রণদীপের বাড়ি যাচ্ছিলেন লিন। তাঁর কান্না দেখে অনেকেই চর্চা করেছেন, হতে পারেন তিনি আর এক তারকা রণদীপ হুডার স্ত্রী, কিন্তু দিনের শেষে তিনিও তো মানুষ, একজন নারী। তাই নিজের রাজ্য, পরিচিত গন্ডি, কাছের মানুষ, বাবা-মা’কে ছেড়ে চলে আসার সময় চিৎকার করে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকেও। সম্প্রতি ওই ভিডিয়ো দেখলে চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও। যদি আপনি বিবাহিত হন, নারী হন, হয়তো মনে পড়ে যেতে পারে আপনার সেই বিশেষ দিনটির কথাও। বাড়ির গুরুজনকে জড়িয়ে লিন সমানে কেঁদে চলেছিলেন, আশেপাশের মানুষও তাঁকে জড়িয়ে রেখেছেন… মেয়েকে যেন কিছুতেই কাছছাড়া করতে চাইছেন না তাঁরা। কিন্তু তবুও তো যেতে দিতে হয়, ঠিক যেমন যেতে দিতে হয়েছে লিনকে। স্বামী রণদীপের সঙ্গে যার এই মুহূর্তে ঠিকানা মুম্বই।