‘ডার্টি পিকচার’-এ বিদ্যা বালানকে দেখে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন তাঁর বাবা-মা?
দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ছবিতে তাঁর বোল্ড লুক, ভারী চেহারা, আর ‘উলালা’ গানে আইটেম ডান্স দেখে কী বলেছিলেন তাঁর বাবা-মা? মুখ খুললেন বিদ্যা। তাঁর কথায়, “আমি খুব চিন্তায় ছিলাম কীভাবে প্রতিক্রিয়া দেবেন তাঁরা? ইন্টারভেল অবধি হলের বাইরে ওদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করেছিলাম। মনে হয়েছিল বাবা বাইরে বেরিয়ে এসে […]
দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ছবিতে তাঁর বোল্ড লুক, ভারী চেহারা, আর ‘উলালা’ গানে আইটেম ডান্স দেখে কী বলেছিলেন তাঁর বাবা-মা? মুখ খুললেন বিদ্যা।
তাঁর কথায়, “আমি খুব চিন্তায় ছিলাম কীভাবে প্রতিক্রিয়া দেবেন তাঁরা? ইন্টারভেল অবধি হলের বাইরে ওদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করেছিলাম। মনে হয়েছিল বাবা বাইরে বেরিয়ে এসে বলবে এটা কী করেছ তুমি?” কিন্তু সত্যিই কি তাই হয়েছিল? বিদ্যার কথায়, “বাবা বাইরে বেরিয়ে এলেন। দেখলাম হাততালি দিচ্ছেন। আমায় ডেকে বলল, মনেই হয়নি আমার মেয়ে রয়েছে ছবিতে। মজার বিষয় হল আশেপাশের সবাই সেটাই বলছিল।” আর মা? মা তাঁকে জড়িয়ে কেঁদে ফেলেছিলেন, এমনটাই জানান বিদ্যা।
View this post on Instagram
তিনি বলেন, “অনস্ক্রিন আমার মৃত্যু হয়েছিল। যা মায়ের পক্ষে মেনে নেওয়া কিছুটা কষ্টকর ছিল। মা বলেছিল, সেক্সি এবং স্লেজির মধ্যে একটা সুক্ষ্ম পার্থক্য রয়েছে।” বিদ্যা তাঁর ‘ডার্টি পিকচার’ ছবির সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি ভাগ্যবান। সেই সূক্ষ্ম ব্যালেন্সটা করতে পেরেছিল টিম।
সিল্ক স্মিথার মত বিতর্কিত চরিত্রকে বড় পর্দায় ফুটিয়ে তোলা সহজ কাজ ছিল না। কিন্তু সেই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছিলেন বিদ্যা। সমালোচক মহলেও কুড়িয়েছিলেন প্রশংসাও। ওই বছরেই পেয়েছিলেন জাতীয় পুরস্কারও।