Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার মধ্যেই মুগুর নিয়ে শরীরচর্চা মিলিন্দের, দেখুন ভিডিয়ো

মুখে মাস্ক পরে একহাতে মুগুর নিয়ে ওয়েট লিফটিং করছেন মিলিন্দ। তাঁর মনের জোর দেখে অবাক নেটিজেনরাও। কমেন্ট বক্সে ঝরে পড়ছে প্রশংসা।

করোনার মধ্যেই মুগুর নিয়ে শরীরচর্চা মিলিন্দের, দেখুন ভিডিয়ো
মিলিন্দ সোমান।
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 11:36 PM

করোনায় আক্রান্ত মিলিন্দ সোমান। কিন্তু তাই বলে শরীর চর্চায় ক্লান্তি নেই অভিনেতা-মডেলের। মুগুর দিয়েই ‘লাইট এক্সসারসাইজ’ করলেন অভিনেতা। সেই মুহূর্ত ফ্রেমবন্দী করলেন স্ত্রী অঙ্কিতা। শেয়ার করলেন ইনস্টাগ্রামেও।

মুখে মাস্ক পরে একহাতে মুগুর নিয়ে ওয়েট লিফটিং করছেন মিলিন্দ। তাঁর মনের জোর দেখে অবাক নেটিজেনরাও। কমেন্ট বক্সে ঝরে পড়ছে প্রশংসা।

এর আগে করোনার মধ্যেই  স্ত্রী অঙ্কিতার উদ্যোগে  হোলির উৎসবে মেতে উঠেছিলেন মিলিন্দ। অঙ্কিতা যদিও উপযুক্ত সতর্কতা নিয়েই এসেছিলেন। নিজেকে আদ্যপান্ত মুড়ে রেখেছিলেন পিপিই কিটে। হোলির দিনের যাবতীয় ছবি মিলিন্দ শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রামেও। ইনস্টাগ্রামে ‘রাগি মুখ’-এর ছবি শেয়ার করে মিলিন্দ লিখেছিলেন, “আমার এভাবে রাগী মুখ করা উচিত নয় কারণ অঙ্কিতা পিপিই কিট পরে আমাকে দেখতে এসেছে। শুধু যে দেখতে এসেছে তাই নয়, সঙ্গে আমার সিজনের প্রথম অ্যালফ্যানসো আমও নিয়ে এসেছে। যদিও হাগ করতে পারছি না কেউ কাউকে।” জড়িয়ে ধরতে না পারলেও রঙ মেখেছিলেন ওঁরা।

এ মাসেরই ২৩ তারিখ করোনা আক্রান্ত হন মিলিন্দ। এক পোস্টে মিলিন্দ লিখেছিলেন, “গত বছর থেকে ৩০ বার টেস্ট হয়েছিল। সত্যিই জানি না কীভাবে আক্রান্ত হলাম।” তবে আগের থেকে অনেকটা সুস্থ মিলিন্দ। জীবনও ফিরছে আগের ছন্দে।