Bollywood Gossip: রুহবাবা নয়, এবার লাভগুরু কার্তিক, ছেলেদের এই সিক্রেট ফাঁস করতেই ভাইরাল অভিনেতা
Gossip: কার্তিক আরিয়ানের এই উত্তর শোনা মাত্রই হাসির রোল ওঠে সেটে। এক বাক্যে সবটাই ভীষণ সত্যি বলে মেনে নেন কাপিল শর্মা।
কার্তিক আরিয়ান বরাবরই বেশ মজার মানুষ। হাসিমুখে বোল্ড প্রশ্নের উত্তর তিনি খুব সহজেই দিয়ে থাকেন। সে সম্পর্কই হোক বা সম্পর্কের বিচ্ছেদ। কার্তিককে প্রেম নিয়ে প্রশ্ন করে খুব একটা নিরাশ হতে হয়নি কাউকে। এখন তিনি ব্যস্ত আগামী সত্য প্রেম কি কথা-র প্রচারে। কিয়ারা আদবাণীর সঙ্গে আরও একবার জুটি বাঁধলেন তিনি এই ছবিতে। তার প্রচারই দা কাপিল শর্মা শোতে উপস্থিত হয়েছিলেন জুটি। সেখানেই ছবি নিয়ে নানা গল্প আড্ডার মাঝে প্রেম জীবন নিয়ে বেশ কিছু প্রশ্ন করে বসেন কপিল শর্মা। কোনও ছেলেকে দেখে কীভাবে বুঝবে তিনি সিঙ্গেল তাঁর জীবনে কোনও প্রেম নেই? এই প্রশ্নের এমন গুছিয়ে উত্তর দিলেন কার্তিক আরিয়ান, শুনে যেন মনে হল রুহবাবার তকমা ছেড়ে এবার তিনি লাভ গুরু বলিউডের।
তাঁর কথায় রাতে পার্টি করতে যার কোনও আপত্তি থাকে না, বন্ধুদের ডাকে এক কথায় যে হ্যাঁ বলে দেয়, কোনও পার্টিতে গিয়ে দেদার মদ্যপান করেন যিনি, রাতের তোয়ালে পরেই স্বাচ্ছন্দে শুতে পারেন, তাঁরাই সিঙ্গেল। ঠিক এর উল্টো চরিত্রগুলো যাঁদের মধ্যে দেখা যায় তার মানে তারা কোনও না কোনও সম্পর্কে রয়েছেন। কার্তিক আরিয়ানের এই উত্তর শোনা মাত্রই হাসির রোল ওঠে সেটে। এক বাক্যে সবটাই ভীষণ সত্যি বলে মেনে নেন কাপিল শর্মা।
কার্তিক এই ছবির প্রচারে অতীতেও সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মোটেও প্রেমের বিষয় লাকি নন। তাঁর প্রেম খুব একটা টেকে না। আর কপিল শর্মার শোয়ে এসে জানান, তিনি প্রস্তাব পান প্রচুর। তবে তালিকাতে যে কেবল মেয়েরাই রয়েছে এমন নয়, তিনি পুরুষদের থেকেও সমানতালে প্রস্তাব পাচ্ছেন সম্পর্কের। শুনে রীতিমত চমকে গিয়েছিলেন কপিল শর্মা। যদিও বিষয়টা হাসির সঙ্গেই উড়িয়ে দিয়েছিলেন তিনি।